মানিকছড়িতে জনসংহতি সমিতির সদস্য পেশকা মারমা গুলিতে নিহত

0
111

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা গ্রুপের) সদস্য ও পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি পেশকা মারমা (৩০) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া এলাকার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে এ খবর জানা গেছে। জেএসএস এ ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ ইউপিডিএফ কে দায়ী করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ি বাজার থেকে রাজপাড়া এলাকার বাসায় ফেরার পথে বাড়ির সামনেই পূর্বে থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ পেশকা মারমাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।নিহতের লাশ মানিকছড়ি থানায় রাখা হয়েছে ।
নিহতের লাশ মানিকছড়ি থানায় রাখা হয়েছে ।
নিহতের লাশ মানিকছড়ি থানায় রাখা হয়েছে ।মৃত্যু রক্ত নিহত

জেএসএস মানিকছড়ি উপেজলা সভাপতি জাপান মারমা ও জেএসএস কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সচিব চাকমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে ইউপিডিএফ দাবী করছে তারা এ ঘটনায় জড়িত। এ ঘটনার পর এলাকায় লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।