‘মানুষের ভোটাধিকার প্রয়োগে ইসিকে আন্তরিক হতে হবে’

0
84

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নঈমুল ইসলামের মোমবাতি প্রতীকের সমর্থনে ১নং দক্ষিণ পাহাড়তলী ও ২নং জালালাবাদ ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে মতবিনিময় সভা আজ ২২ ডিসেম্বর শনিবার বিকালে নগরীর অক্সিজেনস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় মুহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে ও মুহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, মানুষ কোন ভোট যুদ্ধ চায় না। মানুষ স্বতস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তবে বড় দুই জোটের পরস্পর বিরোধী যুদ্ধংদেহী যে আচরণ শুরু করেছে তাতে সাধারণ মানুষ শংকিত। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসির। তিনি মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে ইসিকে দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখার আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা জালাল উদ্দীন আজাহারী, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, ফজলুল করিম তালুকদার, নাছির উদ্দীন মাহমুদ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, সৈয়দ মুহাম্মদ এনামুল হক, কাযী খালেদুর রহমান হাশেমী, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ইসমাইল, মাওলানা আলমগীর, মাওলানা মুহাম্মদ সালামত আলী, মুহাম্মদ মুছা, মুহাম্মদ জামাল উদ্দীন খোকন, মুহাম্মদ মনসুর, মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ এইচ এম শহীদুল্লাহ, মুহাম্মদ শহীদ, মুহাম্মদ মাছুমুর রশিদ, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ শহীদুল ইসলাম, এস এম ইকবাল বাহার চৌধুরী, মুহাম্মদ ফরিদুল আলম,মাওলানা মুহাম্মদ নুরুল আমিন হোছাইনী, মুহাম্মদ গোলাম মোস্তফা, মুহাম্মদ এরশাদুল করিম, মুহাম্মদ নঈমুল ইসলাম, মুহাম্মদ খুরশেদুল ইসলাম প্রমুখ।