মার্কিন বিমানবাহী রণতরীতে করোনা, জরুরি সাহায্যের আবেদন

0
159

করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পায়নি যাত্রীবাহী জাহাজও। এবার এ ভাইরাসের কবলে পড়লো মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমানবাহী একটি রণতরী। সংক্রমণ রোধে জরুরি সাহায্য চেয়েছেন চার হাজারেরও বেশি ক্রু বিশিষ্ট জাহাজটির ক্যাপ্টেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

‘থিওডোর রুজভেল্ট’ নামে যুদ্ধবিমানবাহী এ রণতরীতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়ামে সেটি নোঙর করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের উদ্দেশে লেখা এক চিঠিতে যুদ্ধবিমানবাহী রণতরীটির ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার বলেন, ‘আমরা এখন যুদ্ধক্ষেত্রে নেই। নাবিকদের মৃত্যুর প্রয়োজন নেই।’

প্রায় সব ক্রুকে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছেন ক্যাপ্টেন ক্রোজিয়ার।

চিঠিতে তিনি বলেন, ‘বদ্ধ একটি স্থানে বিশাল সংখ্যক নাবিক একসঙ্গে থাকায় অসুস্থদের পৃথক রাখার ব্যবস্থা করা প্রায় অসম্ভব। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার।’

‘পরমাণুশক্তি চালিত মার্কিন বিমানবাহী রণতরীটি থেকে বেশিরভাগ কর্মকর্তাকে সরিয়ে নিয়ে তাদের দু’ সপ্তাহের জন্য আইসোলেশনে রাখা অসামান্য একটি সিদ্ধান্ত হলেও এ ঝুঁকি নেওয়া এখন প্রয়োজন।’

এ রণতরীর ক্রুরা কীভাবে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন তা স্পষ্ট নয়। সেখানে অন্তত একশ’ নাবিক আক্রান্ত বলে জানায় একটি সংবাদমাধ্যম।

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘থিওডোর রুজভেল্টের ক্রুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’