‘মাহজাবীন মোরশেদের পরিণতি হবে ভয়াবহ’

0
95

:: স্টাফ করেসপন্ডেন্ট ::

মাহজাবীন মোরশেদচট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘ভুয়া কমিটি আমরা কেউ মানি না। ভাড়া করা লোক নিয়ে রাস্তায় নামতে চাইলে মাহজাবীন মোরশেদের পরিণতি হবে ভয়াবহ। কাউন্সিলে নির্বাচিত কমিটির ১০২ জনকে বাদ দিয়ে নতুন ‘সাহেব-বিবি-গোলাম’ সম্মেলনে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে যা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। মহানগর জাতীয় পার্টির নির্বাচিত কমিটি বহাল রয়েছে।’

জেলা কমিউনিটি সেন্টারে জাপা চট্টগ্রাম মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে শুক্রবার দুপুরে তিনি এ সব কথা বলেন।

মহানগর জাপার প্রচার সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী বলেন, ‘ভুইফোঁড় হাইব্রিডদের কথিত কমিটি অবিলম্বে বাতিল করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় চট্টগ্রাম জাপার ইতিহাসে রক্তাক্ত পরিস্থিতি দেখতে পাবেন। জীবনে যারা জাতীয় পার্টি করেন নাই এমন সব কাল্পনিক নাম দিয়ে কমিটি, যার অনেকেই বৃহত্তর চট্টগ্রামের ভোটারই নয়। সর্বত্র এদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। ‘কু-কর্মের হোতা’ চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর লুটেরা মোরশেদ মুরাদকে জীবন থাকতে জাতীয় পার্টি লুট করতে দেব না।’

জাতীয় শ্রমিক পার্টি নগর সভাপতি ও মহানগর জাপা’র সাংগঠনিক সম্পাদক সামশুল আলম দুলালের সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতি মহানগরের যুগ্ম আহ্বায়ক জহুর উদ্দিন জহিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নগর জাপা’র কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ, সহকারী সম্পাদক আবদুল করিম, আইন বিয়ষক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম, শ্রম সম্পাদক আবদুল মতিন, জাতীয় সৈনিক পার্টি নগর সভাপতি সার্জেন (অব.) আবু তাহের প্রমুখ।