মিরগড় সীমান্ত থেকে মুরশিদুল নামে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
89

মিরগড় সীমান্ত থেকে মুরশিদুল ইসলাম নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার দুপুরে মাছ ধরতে গেলে ভারতের ডাঙ্গাপাড়া বিএসএফ ফাঁড়ির সশস্ত্র টহলদল তাকে ধরে নিয়ে যায়।

মুরশিদুল বোদাপাড়া গ্রামের কফিলউদ্দিনের ছেলে। এ ঘটনায় সীমান্তে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসী সূত্র জানায়, দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সীমান্ত লাগোয়া করতোয়া নদীতে ওই যুবক মাছ ধরতে যায়। এ সময় ভারতের ডাঙ্গাপাড়া বিএসএফ ফাঁড়ির সশস্ত্র সদস্যরা তাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়।

ঘটনার পরপরই মীরগড় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে যুবককে ফেরতের জন্য বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওই যুবককে ফেরত কিংবা পতাকা বৈঠকে কোনো সাড়া মেলেনি।

পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ‘ওই যুবক নদী থেকে এক পর্যায়ে ভারতের মধ্যে ঢুকে পড়ে। সে বিএসএফকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ করা হয়। এসময় বিএসএফ তাকে আটক করে। তাকে ফেরতের জন্য চেষ্টা চলছে।’