মিরসরাইয়ে জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
94

রফিকুল
মিরসরাই সংবাদদাতা::
মিরসরাইয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলা প্রশাসনের সহযোগীতায় জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও জিয়া আহমদ সুমন।

এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা ছাড়াও, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মাদ্রাসা ও মক্তবের শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বারইয়ারহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফসার, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাশেম, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমইকে ভূইয়া, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, মিঠানালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন মসজিদের খতিবগণ বক্তব্য রাখেন।
রফিকুল ২
সভায় বক্তরা জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান। মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা যাতে জঙ্গি-সন্ত্রাসের সাথে জড়িয়ে না পড়ে সেজন্য শিক্ষকদের আরো এগিয়ে আসতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রাবাস আছে এবং বাইরের এলাকার ছাত্ররা থাকে, সেখানে নজরদারি বাড়ানোর আহবান জানানো হয়। যে সকল বাজারে বাইরের ব্যবসায়ীরা ব্যবসা করেন, সেখানে নজরদারি বাড়ানোর প্রস্তাব করা হয়। অনেক মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের পর গোল হয়ে সভা করার ওপরও নজরদারি বাড়ানোর আহবান জানানো হয়। এছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজের আগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখার জন্য খতিবদের প্রতি আহ্বান জানানো হয়।