মিরসরাইয়ে দশদিন ব্যাপী বিজয় মেলা শুরু

0
50

মিরসরাই ম
মিরসরাই সংবাদদাতা::
মহান মুক্তিযুদ্ধ বীর বাঙালীর অহংকার। মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও চেতনাকে ধারন করে প্রতিবারের মতো এবারো চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। ২২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা বদিউল আলম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হাশিম ও চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী প্রমুখ। মহান বিজয় দিবসকে স্বরনীয় করে রাখতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জোরাগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করে। উক্ত বিজয় মেলাকে সফল করতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদকে চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার আবুল হাশিমকে মহাসচিব ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীকে প্রধান সমন্বয়ক করে একটি মূল কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মেলাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে করা হয়েছে আরো কয়েকটি উপকমিটি। মেলার প্রতিদিনকার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও স্মৃতিচারন করবেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। এছাড়া মেলায় প্রতিদিন মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ছাড়াও থাকবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অংশগ্রহনে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, নৃত্য, আবৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। এই মেলা শেষ হবে ৩১ ডিসেম্বর।