মিরসরাই সহিত্য একাডেমির কমিটি গঠন

0
118

নিযামপুর পরগনার ইতিহাস সমৃদ্ধ জনপদ ” মিরসরাইয়ের সাহিত্য, সংস্কৃতি,
ইতিহাস, ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশের লক্ষে ৩০ সদস্য বিশিষ্ট মিরসরাই
সাহিত্য একাডেমির কার্ষনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। রোববার (২ জুন)
চট্টগ্রামের নুরজাহান স্মৃতি গ্রন্থাগার মিলনায়তনে কমিটি গঠনকল্পে এক সভা
অনুষ্ঠিত হয়। সভায়  আরিফ চৌধুরীকে সভাপতি ও শাহাদাৎ চৌধুরীকে সাধারণ
সম্পাদক, ও সজল কুমার নাথ কে সহ সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের  উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন ফাউজুল কবির, এ বি এম
ফয়েজউল্ল্যাহ, কাইয়ুম নিযামী, মুহাম্মদ নিযামুদ্দীন, ওমর ফারুক সবুজ,
আহমদ মমতাজ।
কার্ষনির্বাহী সদস্য পরিষদের সদস্যরা হলেন- মাহমুদ নজরুল, মোঃ মঈনউদ্দীন
আহমেদ সেলিম, এস এম সিরাজুল মোস্তফা, মৃণালিনী চত্রবর্তী, ফিরোজ উদ্দিন
বাদল, মহিউদ্দিন ইকবাল, শাহাদাত হোসেন লিটন,  ফখরুদ্দীন নোটন, সনজিত দে,
আলমগীর হোসাইন, মোঃ বেলাল উদ্দিন,   মাহবুব পলাশ, ফেরদৌস শিপন,
মোস্তাফিজুর রহমান লিটন, আয়শা মুন্নী,  রাজীব মজুমদার, মোঃ জাকারিয়া,
আনজানা ডালিয়া, মহিবুল আরিফ, ফওজিয়া পারভীন, নাসরিন তমা।
সংগঠনের সভাপতি আরিফ চৌধুরী বলেন, শিল্প সাহিত্য চর্চার পাশাপাশি সংগঠনের
উদ্যোগে মিরসরাইয়ের লেখকদের দিয়ে শীঘ্রই লেখক অভিধান প্রকাশিত হবে।