মির্জাপুরে শিক্ষক মৃণাল কান্তি বড়ুয়ার স্মরণ সভা অনুষ্ঠিত

0
98

হাটহাজারীর মির্জাপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাবিদ মৃণাল কান্তি বড়–য়ার ৪০ তম মৃত্যু বাষিকী গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ ও মৃণাল স্মৃতি পাঠাগার বিস্তারিত কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীতে ছিল তার প্রতিষ্ঠিত বৌদ্ধ প্রগতি সংঘের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন,প্রয়াতের প্রতিকৃতিতে পৃস্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন,স্মরণ সভা এবং তার পারলোকিক শান্তি কামনায় ধর্মীয় অনুষ্ঠান। মির্জাপুর গৌতমাশ্রম বিহার মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রয়াতের সহকর্মী প্রবীণ সমাজ সেবক বিজয় দর্শন বড়–য়া। এতে প্রধান অতিথি ছিলেন ধর্মসারথী অধ্যক্ষ শ্রীমৎ শাসনানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ ধর্মানন্দ ভিক্ষু,প্রয়াতের কর্মময় জীবনী নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন প্রকৌশলী মনোরঞ্জন বড়–য়া,প্রবীণ সমাজকর্মী হরিপদ বড়–য়া,সাংবাদিক কেশব কুমার বড়–য়া,ডিপ্লোমা কৃষিবিদ নেতা অনুপম বড়–য়া,সংস্কৃতিক কর্মী রনজিৎ কুমার বড়ুয়া,দীলিপ কুমার বড়–য়া,সন্তোষ বড়–য়া বটন,সুজন বড়–য়া মমর্থ,সুজন বড়–য়া মামুন,সুব্রত বড়–য়া বন্দন প্রমুখ। বক্তরা বলেন শিক্ষক মৃণাল কান্তি বড়–য়া তার কর্মের মাধ্যমে মানুষেল হৃদয়ে স্মরনীয় হয়ে থাকবে। বহুমুখী প্রতিবার অধিকারী মৃণাল কান্তি বড়–য়া ১৯৭৭ সালে পরলোক গমন করেন। ১৯৫৭ সালে তার প্রতিষ্ঠিত সেবা ধর্মী সংগঠন মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ এখনো প্রয়াতের স্মৃতি বহন করে।