মিষ্টি ঘরের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

0
48

৩০ হাজার টাকা জরিমানা
শফিউল আলম, রাউজান ঃ
রাউজান উপজেলার পূর্ব গহিরা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশে ধনপতি মিষ্টি ঘরের মিষ্টি তৈয়ারীর কারখানায় রাউজান উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট জোনায়েদ কবির সোহাগ রাউজান থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট জুনায়েদ কবির সোহাগ মিষ্টি তৈয়ারীর কারখানার ভেতরে ময়লা ও আবর্জনা, পোকা মাকড় মিষ্টির গামলায় দেখতে পায়। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈয়ারী করায় ধনপতি মিষ্টি ঘরের মালিক দীলিপ চৌধুরীর কাজ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেট জোনায়েদ কবির সোহাগ মিষ্টি তৈয়ারীর কারখানা থেকে পোকা মাকড় পরা মিষ্টি তৈয়ারীর সরঞ্জাম ও মিষ্টি বাহিরে ফেলে দেয়। ২৬ মে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। পরে রাউজান ফকিরহাট বাজারে আলো শাড়ীজ, মায়া পরী কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রাথমিক ভাবে ২ দোকানের মালিককে অতিরিক্ত মূল্য নিয়ে কাপড় বিক্রয় না করার জন্য সর্তক করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, কাপড়ের ২টি দোকানে প্রাথমিক ভাবে সর্তক করে দেওয়া হয়েছে। অতিরিক্ত মূল্য নিয়ে কাপড় বিক্রয় করলে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।