মিসরে গুলিতে নিহত ৫১

0
119

মিসরে সেনা হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের বিক্ষোভ আরও তীব্র হয়েছে৷ সোমবার রাজধানী কায়রোয় misor_0তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে।মিসরে গুলিতে নিহত ৪২
সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছবি: এফপি

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মুরসির দল মুসলিম ব্রাদারহুড বলছে, সেনাবাহিনীর গুলিতে তাদের কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে।

তবে সেনাবাহিনী বলছে, তারা কায়রোয় রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাধে৷ এতে একজন সেনাসদস্য মারা গেছে।

মুসলিম ব্রাদারহুড বলছে, রিপাবলিকান গার্ডের সদর দফতরে তারা অবস্থান ধর্মঘট করতে চেয়েছিলেন৷ প্রেসিডেন্সিয়াল গার্ড ব্যারাকে অবস্থান কর্মসূচি চলার সময় তাদের সদস্যদের ওপর গুলি চালায় সেনাবাহিনী। এতে ৪২ জন নিহত হন।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মুরসি সমর্থকরা রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে জোর করে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেয়া হয়৷ সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত৷ পেট্রোল বোমা, বন্দুক এবং আরো অস্ত্র সঙ্গে নিয়ে আসা মুরসি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে একজন সেনাসদস্য মারা যান,আহত হন বেশ কয়েকজন৷

চার দিন আগে সেনা হস্তক্ষেপের মধ্য দিয়ে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এক বছরের শাসনামলের অবসান ঘটে। ২০১১ সালে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মিসরে হুসনি মুবারকের দীর্ঘ স্বৈরশাসনের অবসান হয়।

মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাতের পর মিসরে তার সমর্থকরা বিক্ষোভ সংঘর্ষে জড়িয়ে পড়ে।