মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

0
119

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর শীঘ্রই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন । জাতিসংঘ রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার বিষয়ে তদন্ত শুরু করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানালে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইইউ এ নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে বলে জানা যায় জোটের একাধিক কর্মকর্তার মাধ্যমে।রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে স¤পৃক্তদের বিচার এবং রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে যখন বিশ্ব সম্প্রদায় ব্যর্থ, ঠিক সে মুহূর্তে এ বিষয় নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অপরাধ আদালত। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপোরাধের অভিযোগ এনে জাতিসংঘ তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়। এমনকি মিয়ানমারকে বিচারের মুখোমুখি করতে আইসিসির রুলও জারি করা হয়।

এর আগে মিয়ানমার সেনাবাহিনীর ৭ শীর্ষ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলেও, এবার মিয়ানমারের বিরুদ্ধে নতুন করে আবারও নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে ইউরোপের দেশগুলো। সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় ইইউর ৩ কর্মকর্তা জানান, রাখাইনে রোহিঙ্গা নৃশংসতা ইস্যুতে জাতিসংঘের আহ্বানে সাড়া জানাতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে জোটটি। মিয়ানমারের সকল শীর্ষ কর্মকর্তা এবং তাদের সেনাবাহিনীর সঙ্গে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান জড়িত রয়েছে তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। তাছাড়া আগামী সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার পরিষদে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন।।