মিয়ানমারের ফের মুসলমানদের ওপর হামলা

0
89

meanmarমিয়ানমারের ফের মুসলমানদের ওপর হামলা চালিয়েছে বৌদ্ধরা। উত্তর-পশ্চিমাঞ্চলের কানবালু শহরে শনিবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। তারা মুসলমানদের ১৫টি বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ বৌদ্ধদের প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এদিকে, মিয়ানমার সরকারের নির্দেশে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকার শতশত মুসলমান তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

তবে মিয়ানমার সরকার দাবি করেছে, রোহিঙ্গা মুসলমানরা অনুপযুক্ত পরিবেশের কারণে তাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

এদিকে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, উগ্র বৌদ্ধদের হামলায় ঘরবাড়ি হারা শতশত রোহিঙ্গা মুসলমান সরকারের নির্দেশে অন্য জায়গায় পাড়ি জমাতে বাধ্য হচ্ছে।

এ ব্যাপারে একজন মানবাধিকার কর্মী বলেছেন, রোহিঙ্গা মুসলমানরা না চাইলেও বিভিন্ন চাপের মুখে তারা নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

মিয়ানমারের ছয় কোটি জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র চার শতাংশ এবং বহু বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছে। কিন্তু তারপরও তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং উগ্র বৌদ্ধদের হামলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

মিয়ানমার ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকেই রোহিঙ্গা মুসলমানরা বর্ণ বৈষম্যের স্বীকার হচ্ছে।সূত্র: আইআরআইবি, প্রেস টিভি