মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ বাস্তবায়ন পরিষদ -চট্টগ্রাম এর কমিটি গঠন

0
113

 

স্বাধীন বাংলাদেশ আমার অহংকার। এ অহংকার নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে ৭১’র চেতনা নিয়ে। এ অহংকার যাদের জন্য অর্জন করেছি তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য চট্টগ্রামে এখনও পর্যন্ত স্মৃতিসৌধ নির্মাণ না হওয়ায় বড়ই দূর্ভাগ্যের বিষয়। চট্টগ্রামে মুক্তিযুদ্ধকালীন ৫ লক্ষাধিক মানুষ জীবন দিয়েছেন। অনেকে ঘর-বাড়ি হারিয়েছে, সম্মান হারিয়েছেন। স্বাধীনতার সূতিকাগার চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়। অথচ দেশ স্বাধীনের ৪৯ বছর পরও চট্টগ্রাম মহানগরীতে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ হয়নি। যা এখন সময়ের দাবী। আজ ১ এপ্রিল সোমবার বিকেল ৫টায় মোমিন রোডস্থ বালিকা উচ্চ বিদ্যালয়ে গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক প্রশান্ত বড়–য়ার সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ বাস্তবায়ন পরিষদ -চট্টগ্রাম এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, রাজনীতিবিদ ভানু রঞ্জন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুর রশিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামছুদ্দিন, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা তপন দত্ত গুপ্ত, সাংবাদিক ও লেখক কিরন শর্মা, লায়ন ডা. আর কে রুবেল, মো. নুরুল কবির, ডা. সুভাষ চন্দ্র সেন, মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, সুশীল বিকাশ নাথ, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, সাংবাদিক সমীরন পাল প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদকে সভাপতি, সাংবাদিক ও লেখক কিরন শর্মাকে সাধারণ সম্পাদক ও লায়ন ডা. আর কে রুবেলকে প্রধান সমন্বয়কারী করে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ বাস্তবায়ন পরিষদ -চট্টগ্রাম এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এনামুর রশিদ চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামছুদ্দিন, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা তপন দত্ত গুপ্ত,মুক্তিযোদ্ধা শাহ নুরুল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক শরফুদ্দীন রাজু, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রশান্ত বড়–য়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সমীরন পাল, অর্থ সম্পাদক সাংবাদিক মো. নুরুল কবির, দপ্তর সম্পাদক ডা. সুভাষ চন্দ্র সেন, প্রচার সম্পাদক সাংবাদিক রাজীব রাহুল, আইটি গবেষণা সম্পাদক মেজবা উদ্দিন, মহিলা সম্পাদিকা মুক্তিযোদ্ধা মিনু রানী দাশ, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা দেবী চৌধুরী, এড.কামরুন নাহার, মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, সুশীল বিকাশ নাথ,অধ্যাপক নুরু নবী, মো. জাবের উদ্দিন, লায়ন বরুণ আশ্চার্য্য বলাই প্রমূখ।