মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে এস.এম. ইউসুফের অবদান

0
70

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর চট্টগ্রামে বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) তথা মুজিব বাহিনীর প্রধান ও বাংলাদেশ আওয়ামীল লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ এস.এম ইউসুফের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে এস.এম. ইউসুফের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দরা আরো বলেন, জাতি আজ এক সূর্য সন্তানকে হারালো। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো: আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা দীপংকর চৌধুরী কাজল, মো: আবদুল হক, সংস্কৃতিকর্মী জসীম উদ্দিন মিঠুন, রবিউল ইসলাম চৌধুরী, কবি সজল দাশ, শিল্পী অচিন্ত্য কুমার দাশ প্রমুখ।