মুক্তিযোদ্ধারা গোটা জাতিকে ঋণী করে গেছেন

0
60

বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামীলীগ নেতার সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ইতিহাসে একটি বিরল ঘটনা। বাংলার মুক্তিকামী জনতা ১৯৭১ সনে জাতির পিতা মহান বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করে গোটা জাতিকে ঋণী করে গেছেন। মেয়র মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলার মানুষ মুক্তি চেয়েছিল। ১৯৭৫ সনে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে বাঙালির মুক্তির পথ রুদ্ধ করে দিয়েছিল। ১৯৯৬ সনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ নতুন করে মুক্তি পেয়েছে। বাংলাদেশ আজ মাথা উঁচু করে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হিসেবে আবির্ভূত হবে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথে বলিয়ান হয়ে সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ৪৬ তম মহান বিজয় দিবস উপলক্ষে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৭ ডিসেম্বর ২০১৬ বিকেলে বিজয় মঞ্চে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামীলীগ নেতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আওয়ামীযুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রফিউল হায়দার রফি, আবদুল মান্নান ফেরদৌস, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর শাকুর ফারুকী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ এমরান, আবদুর রহিম, সিবিএ নেতা মোহাম্মদ ইসলাম, সোনা মিয়া, আওয়ামীলীগ নেতা রফিক কন্ট্রাকটর, শাকিল আহমদ, জসিম উদ্দিন আতিক, চট্টগ্রাম মহানগর আওয়ামীস্বেচ্ছাসেবকলীগের সদস্য আনোয়ারুল ইসলাম বাপ্পী, চট্টগ্রাম মহানগর আওয়ামীযুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন সাকু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ইয়াছির আরাফাত, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ পাঁচলাইশ এর সাধারন সম্পাদক আবু সাদাত মো. সায়েম, বিজয় উৎসব কমিটির এম আতিকুর রহমান আতিক, সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন, এমদাদুল হক টিপু, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইদ্রিস, লিটনুর রহমান ও শাহ মোবারক সহ অন্যরা আলোচনা করেন। পরে মেয়র প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা সনদ ও চাদর তুলে দেন।