‘‘মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’’

0
61

সরকারী চাকরিতে সকল গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালের দাবীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আজ ৪ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সরোয়ার আলম চৌধুরী মনি’র সভাপতিত্বে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান সজীব ও জেলা সদস্য সচিব কামরুল হুদা পাভেল এর যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নওশাদ মাহমুদ রানা, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমা হারুন লুবনা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শারমিন সুমী, সাংগঠনিক সম্পাদক ববিতা বড়–য়া, বণ ও পরিবেশ সম্পাদক নিলুফার জাহান বেবী, মহানগর যুবলীগের সদস্য হেলাল উদ্দিন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোরশেদ, আবু সাঈদ সুমন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রশাদ চৌধুরী, মোসলেহ উদ্দিন শিবলী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আব্দুর রহিম শামিম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, যুগ্ম সম্পাদক গোলাম সাদমান জনি, আবদুল্লাহ আল মামুন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা, মহানগর, উপজেলা, থানা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী রাজিশ ইমরান, সিনিয়র সদস্য মো. সাজ্জাদ হোসেন, আবু মোহাম্মদ সাজেদ চৌধুরী, ফয়সাল জামিল সাকি, রিপন চৌধুরী, মেজবাহ উদ্দিন আজাদ, বিবি গুল জান্নাত, মোশারফ হোসেন, পুলক বড়–য়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা কারো করুণায় প্রাপ্ত নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের বীরদের সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধা কোটা প্রচলন করেছিল। মুক্তিযোদ্ধা পরিবার সম্মান নিয়ে বাঁচতে চাই। সরকারী চাকরিতে প্রতি গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই বহাল রাখতে হবে, অন্যথায় মুক্তিযোদ্ধা পরিবার সম্মান রক্ষার্থে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবে। সভায় বক্তারা বলেন, আগামী ৬ অক্টোবর ঢাকার শাহবাগে অনুষ্ঠিতব্য মুক্তিযোদ্ধা সন্তানদের মহা সমাবেশ থেকে কঠোর কর্মসূচী আসবে। বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকারী চাকুরি থেকে স্বাধীনতা বিরোধী জামাত শিবির- রাজাকার সন্তানদের সরকারী চাকুরি থেকে বহিষ্কার করার দাবী জানান।