মেঘ নীল এর কবিতা

0
159

দুঃস্বপ্নের নৈকট্যে পূজারী হয়েই রইলাম
meg nill_n

দূরের মানুষ…
জলের দামে একটা জীবন নেবে ?
খু-উ-ব সস্তা !
শুধু সন্ধ্যারাগের নৈবেদ্যে
নিঃসঙ্গ জোছনার কুহক জ্বালিয়ে
নেমে আসা লৌকিক চাঁদ
করুন শব্দে হৃদয়ের পাড় ভাঙ্গে এখানে সারাবেলা।
বিদীর্ন অস্থিতে আমৃত্যু বিদায়ের করাঘাত
নিরত্যয় মৃতদার পাহারের কান্না
প্রতীক্ষার অনন্ত অপেক্ষার রোদন
বেভূল বসন্তের ছায়ে।
একটি পূর্নিমার জন্য
শুধু একটি পূর্নিমার জন্য
আমি ঠাঁই দাড়িয়েছিলাম
প্যাগোডার প্রার্থনালয়ে ।
কিন্তু !
তিন প্রহরের নৈঃশব্দের বোসেবি উৎসবের কাছে
আমি দাসত্ব মেনে নিয়ে
দুঃস্বপ্নের নৈকট্যে
পূজারী হয়েই রইলাম।
দিবাকরের লালিমায়
মেপল পাতার ইরিম্ময়ী প্যাপিরাসে
আমার একাকীত্ব -চাঁদ জাগা স্মৃতির
সরোদ তুলে বুকের পাজরে।
অপাবৃত রুদ্রাক্ষের প্রান্তরে পাপাত্বার দীর্ঘশ্বাস!
নেমে আসে খোলা বুকে
স্বপ্নদৃশ্য-রক্তমাখা চাঁদ।
বেলাভূমিতে সূর্যাস্ত নামে আর আপন খেলাঘরে
আমার হারিয়ে যাওয়া অর্ফিয়ুসের সুর ।
অতপর শার্দুলের ঘুমে
অবিন্যস্ত ভালোবাসার একাকী বসবাস ,
তবু আমি দুঃস্বপ্নের নৈকট্যে
পূজারী হয়েই রইলাম।
দূরের মানুষ বলতে পারো !
আমার ভালোবাসার মানুষটি কেমন আছে ?