মেট ৩০ সিরিজে হংমেং ওএস

0
139

নতুন অপারেটিং সিস্টেম হংমেং পরবর্তী ফ্ল্যাগশিপ মেট ৩০ সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করছে হুয়াওয়ে। এ তথ্য জানিয়েছে, হুয়াওয়ে বিষয়ক খবর সরবরাহকারী ওয়েবসাইট হুয়াওয়ে সেন্ট্রাল।

তারা জানিয়েছে, নতুন এই অপারেটিং সিস্টেম মেট ৩০ সিরিজের ফোনে পরীক্ষা করার জন্য ডেভেলপারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

হংমেং ভিত্তিক মেট ৩০ সিরিজ সর্বপ্রথম আসতে পারে চীনে। তবে ফোনগুলোতে হংমেং প্রি-ইনস্টলড হিসেবে আসবে কিনা তা জানা যায়নি। তবে ফোনটি বাজারে আসার আগেই যুক্তরাষ্ট্র হুয়াওয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে প্রি-ইনস্টলড হিসেবে নাও আসতে পারে মেট ৩০ সিরিজ।

মেট ৩০ সিরিজের ফোনগুলো বাজারে আসতে পারে হুয়াওয়ে মেট ৩০, মেট ৩০ প্রো ও মেট ৩০ লাইট নামে। এর মধ্যে মেট ৩০ লাইট মডেলটি অন্যান্য মডেলের আগে বাজারে আসতে পারে। ফোনটিতে থাকতে পারে কিরিন ৮১০ অক্টা-কোর প্রসেসর।

বাকি দুই ফ্ল্যাগশিপ মেট ৩০ ও মেট ৩০ প্রো ফোনে থাকে পারে কিরিন ৯৮৫ অথবা ৯৯০ প্রসেসর।

আগামী অক্টোবরে বাজারে আসবে হুয়াওয়ে মেট৩০ সিরিজ।