মেধাবীদের মধ্যে ধনী-গরিবের ভেদাভেদ নেই

0
50

‘মেধাবীদের মধ্যে ধনী-গরিবের ভেদাভেদ নেই। ঘরের ফুটো ছাউনির পরিবারের মধ্যেও অনেক মেধাবির জন্ম হয়। তারা সমাজ ও দেশের জন্য কাজ করে। ডাক্তার- ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিযোগিতায় নেমে লেখাপড়া নয়, সুশিক্ষা অর্জন করলে এমনিতেই সাফল্যে ধরা দেবে।’

শুক্রবার (২৫ মে) রাউজান মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ আয়োজিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম. আব্বাস উদ্দিন আহমেদ, আরব প্রপার্টিজ লিমিটেডের সত্ত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াছ, স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আবুল কাশেম, মুনিরুল মোস্তাফা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন, সামসুল আলম মাস্টার, নুরুল আজিম তালুকদার, ব্যাংকার নুরুল আবছার, সাংবাদিক সাইদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মো. ফোরকান, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, মাওলানা জাফর আহমদ, মেজবাহ উদ্দিন বদরী।

অনুষ্ঠানে স্কুলের ৩ জন জিপিএ-৫ প্রাপ্তসহ ৭৪ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। ২০১৫ সাল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে সংগঠনটি।