মেরিটাইম ফোরাম বাংলাদেশ এর আত্মপ্রকাশ

0
74

চট্টগ্রামের ৬টি শিপিং সংশ্লিষ্ট সংগঠনের সমন্বয়ে যথাক্রমে বাংলাদেশ শিপ ম্যানিং এজেন্ট এসোসিয়েশন, এ্যালামনাই এসোসিয়েশন অব মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ, ইনস্টিটিউশন অব মেরিন ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি ও দি নটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধিদের এক সভা ১০২, আগ্রাবাদস্থ বিএসএমএএ কার্যালয়ে ক্যাপ্টেন এ.টি.এম আনোয়ারল হকের সভাপতিত্বে ১৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া, ক্যাপ্টেন মাহবুবুর রহমান, ক্যাপ্টেন এম. এ মালেক, ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ ফজলে রশীদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মুবিন, এম. এ গাফ্ফার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মেরিটাইম ফোরাম অব বাংলাদেশ নামে একটি প্রতিনিধিত্বশীল সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট মেরিটাইম ফোরাম বাংলাদেশ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।