মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকার বেশি রাখা যাবে না

0
51

মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকার বেশি রাখা যাবে না। আগামী বছরের শুরু থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় এ সীমা বেঁধে দিয়েছে। এর বেশি পরিমাণ টাকা থাকলে তা ৩১শে ডিসেম্বরের মধ্যে কমিয়ে আনতে বলা হয়েছে। এর ফলে যেকোন মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশসহ মোবাইল ব্যাংকিং সেবা দেয়া সব হিসাবেই গ্রাহকেরা এ পরিমাণ টাকা জমা রাখতে পারবেন।
বর্তমানে গ্রাহকেরা প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এ ছাড়া দৈনিক দুই দফায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা করা যায়। অন্যদিকে মাসে ৫০ হাজার টাকা ও দৈনিক ১০ হাজার টাকা উত্তোলন করা যায়।