মোস্তফা হায়দার

0
91

মোস্তফা হায়দার
শুভ জন্মদিন কবি!

১৯৮৪ সালের এই দিনে পৃথিবীতে আসেন কবি মোস্তফা হায়দার। তিনি বর্তমান তরুণদের প্রিয়মুখ।
তিনি ‘সাগর কন্যা’ নামক সাহিত্যের একটি ছোট কাগজ সম্পদনা করেন। তিনি ২০০০ সাল থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ: কলস ভাঙ্গে জলের ভারে (কাব্য), জীবন্ত কঙ্কালের প্রোত মুখ (কাব্য), ভূতের সাথে (শিশৃতোষ গল্প), চৈত্রের বিকেলে (গল্প), দয়িতার অভিমান (কাব্য), জলের সানকি (কাব্য), নব্য স্বৈরাচারের বিষফোঁড় (কাব্য), কাঁদছে স্মৃতির সয়ম্ভরা (কাব্য)।

স্বীকৃতিস্বরুপ পুরস্কার: ০১.প্রিয়জন সেরা কবির পুরস্কার ২০০৭( দৈনিক নয়াদিগন্ত’র প্রিয়জন পাঠকমেলা)
০২.নবীন লেখক সম্মাননা ২০০৮ (পাক্ষিক খবরিকা , মীরস্বরাই)
০৩. সাউন্ড বাংলা পদক ২০০৯ (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক)
০৪. মুক্ত লেখক লেখনী সম্মাননা ২০০৯ ( সাতক্ষীরা মুক্ত লেখক লেখনী পরিষদ)
০৫. শিশু কবি রকি সাহিত্য পুরস্কার ২০১০ ( লেখা প্রকাশ,ঢাকা )
০৬. লেখক সংসর্ধনা ২০১১ (প্রতিভা প্রকাশন )
০৭ কাব্যচন্দ্রিকা সাহিত্য পদক ২০১৫ (কাব্যচন্দ্রিকা সাহিত্য সংসদ, রংপুর)

প্রকাশিতব্য : ০১. নাটাইবিহীন ঘুড়ি ( ছড়া গ্রন্থা) যন্ত্রস্থ
০২. ট্রেনের বাড়ী কমলাপুর (শিশুতোষ ছড়া)
০২. রাত সমাচার ( কাব্য)
০৩. ইতিহাস বলে কথা (কাব্য)
০৪. চুম্বনঠোটেঁ কাতরায় আশ্বস্থতা (কাব্য)

তাঁর পিতা আবুল কালাম ও মাতা মৃত জোছনারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন।

কবি মোস্তফা হায়দার এর জন্মদিনে নিউজচিটাগং২৪.কম’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।