যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকসহ তিনজন গুরুতর আহত

0
122

সংবাদ সংগ্রহের জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে চকরিয়ায় তেলবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বেসরকারি যমুনা টেলিভিশনের দুই সাংবাদিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন স্টাফ রিপোর্টার জিয়াদ আহমেদ, ক্যামেরাপারসন নাসির উদ্দিন ও গাড়িচালক মিন্টু।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিক জিয়াদ আহমেদ

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতেয়ার চৌধুরী জানান, যমুনা টেলিভিশনের গাড়িটি কুতুপালং ক্যাম্পে যাওয়ার পথে জ্বালানি তেলবাহী গাড়ির (বাউচার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেলিভিশনের গাড়িতে থাকা দুই সাংবাদিকসহ তিনজন আহত হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী তেলবাহী গাড়িটি আটক করা হয়েছে।