যাত্রা শুরু হলো নব সৃষ্ট কর্ণফুলী উপজেলা

0
70

 

আজ যাত্রা শুরু হলো নব সৃষ্ট কর্ণফুলী উপজেলা।

স্থানীয়রা জানান, আনোয়ারাপশ্চিম আসনের সংসদীয় এলাকার বিষয়ে পূর্ব আলাপ আলোচনা না করে মহিউদ্দিন চৌধুরী এমন ঘোষণায় স্থানীয়দের সাথে সাথে ক্ষুব্দ হন প্রয়াত স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জমান চৌধুরী বাবু। এ নিয়ে সংসদ সদস্য আকতারুজ্জমান চৌধুরী বাবু ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চরম বিরোধ তৈরি হয়। দুজনই চরম বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরী যেকোন ভাবে কয়েকটি ইউনিয়নের একাংশ সিটি কর্পোরেশনভুক্ত করার ঘোষণায় অনড় ছিলেন। অন্যদিকে আখতারুজ্জমান চৌধুরী বাবু ২০০৯ সালের ১৪ নভেম্বর আয়োজিত এক সমাবেশে ঘোষণা দেন মেয়র মহিউদ্দিন চৌধুরী নয়, ৫ ইউনিয়নের জনতা যা চায়, তাই হবে। ওই সমাবেশে পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসনের তৎকালীণ এমপি চেমন আরা তৈয়ব আখতারুজ্জমান বাবুকে সমর্থন জানান। এরপর থেকে সরকারের কাছে দুই রাজনৈতিক মহাগুরুর পত্র চালাচালি, বিবৃতি আর পাল্টা বিবৃতির মধ্যেই আখতারুজ্জমান চৌধুরী বাবু মারা যান। পরে তারই পুত্র বর্তমান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী হাল ধরেন এবং স্বতন্ত্র উপজেলা গঠনে জোরালো ভূমিকা রাখেন। রাজনৈতিক বিশ্লেষকরা জানান, স্বতন্ত্র উপজেলা গঠনে প্রয়াত নেতা আখতারুজ্জমান বাবুর আন্দোলন শুরুর প্রথম দিনের ঘোষণা মতে শেষ পর্যন্ত জনতার ইচ্ছের জয় হয়েছে। মুক্তি মিলেছে পশ্চিম পটিয়ার ৫ ইউনিয়নের ত্রিমুখী শাসন ব্যবস্থার কবল থেকে। যা আজ থেকে সুফল পাবে এসব এলাকার জনসাধারণ।