‘‘যারা রাজপথে ভূমিকা রেখেছে, তৃণমূলে তারাই মূল্যায়ন হবে’’

0
86

রাজপথে বূমিকা

বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও হাটহাজারীর আহবায়ক মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হক বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়েই দলকে শক্তিশালী করা হবে। রাজপথের সাহসী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়নের জন্য ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশনা দিয়েছেন তারই আলোকে দলকে তৃণমূলে সাজানো হবে। আজ বিকাল ৫টায় আসন্ন ইউ.পি নির্বাচন ও মহান ২১শে ফের্রুয়ারী উদযাপন উপলক্ষে হাটহাজারী পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসান, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম-আহবায়ক মাহাবুবুল আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাটহাজারীর সিনিয়র নেতৃবৃন্দ যথাক্রমে আলহাজ্ব নুরুন্নবী তালুকদার, মুহাম্মদ মীর কাশেম, আলহাজ্ব দ্বীন মুহাম্মদ চৌধুরী, এ.কে.এম আজিজ আহমেদ, গাজী জাফর আলম, হাটহাজারী পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ খায়রুন্নবী,হায়াত দৌলত, ফরহাদাবাদ ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল জামান, ধলই ইউনিয়নের সভাপতি একরাম হোসেন চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক জি.এম আজম উদ্দিন মাস্টার, মির্জাপুর ইউনিয়নের সভাপতি মোঃ শফিউল আলম, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন চৌধুরী চেয়ারম্যান, গুমানমর্দনের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আজম চৌধুরী, নাঙ্গল মোড়ার যুগ্ম-আহবায়ক মাহমুদুল হক, আলহাজ্ব হারুন চৌধুরী, সেলিম হাসান, ছিপাতলীর সভাপতি ফারুক-ই-আজম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ কামাল, মেখল ইউনিয়নের সভাপতি এ্যাড.কে.এম ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, গড়দুয়ারার সি.সহ-সভাপতি শফিক আহমেদ ভুট্টো, সাধারণ সম্পাদক ডাঃ রফিকুল আলম চৌধুরী, উঃ মাদার্শার সভাপতি আলহাজ্ব কাজী মোঃ মোহসিন, সাধারণ সম্পাদক এ্যাড.সৈয়দুল আমিন, ফতেপুর বিএনপির সভাপতি আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, সাধারন সম্পাদক আবুল হাশেম চৌধুরী, চিকনদন্ডীর সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক হাজী মনুসর চৌধুরী, দঃ মাদার্শার সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুসা খালেদ, শিকারপুরের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খান, সাধারণ সম্পাদক আইয়ুৃব আলী বাবলু, বুড়িশ্চর বিএনপির আহবায়ক শেখ মোহাম্মদ ইব্রাহীম, সি.যুগ্ম-আহবায়ক খোরশেদুল আলম চৌধুরী মেম্বার, ১নং দঃ পাহাড়তলী চসিক ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক এম.ইলিয়াছ আলী, বিএনপি নেতা জানে আলম জিতু, জামালুচ চাত্তার, মোজাহের আলম, শেখ মোহাম্মদ মহিউদ্দিন চেয়ারম্যান, মোহাম্মদ রফিক মুন্সী, সৈয়দ মোঃ সরওয়ার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আকবর আলী, সদস্য এম.ফোরকান চৌধুরী, রেজাউল করিম বাবু, কাজী এরশাদ উদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কাজী রাশেদুল আলম, কে.এম হেলাল উদ্দিন, মোঃ শওকত আলী, হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের র সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিজান ও প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্মোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহন করেন, ১. তৃণমুল নেতৃবৃন্দ তথা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্যাগী ও পরীক্ষিত ব্যক্তিদের মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ গৃহীত হয় এবং ২. মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০শে ফের্রুয়ারী রাত ৯ টায় আলোচনা সভা এবং রাত ১২.০১ মিনিটে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠন নেতৃবৃন্দ পুষ্ফস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।