যুক্তরাষ্ট্রের একটি বাস টার্মিনালে বিস্ফোরণ

0
50

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে ম্যানহাটনের টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

টুইটারে দেয়া পোস্টে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ম্যানহাটনের এইটথ অ্যাভিনিউয়ের ৪২নম্বর রোডে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এনওয়াইপিডি সেখানে আছে। এ সি ও ই লাইন থেকে মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। এগুলো প্রাথমিক তথ্য, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এবিসি নিউজ পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, সম্ভবত বাস টার্মিনালের নিচে ‘পাইপ বোমা’ বিস্ফোরণ ঘটানো হয়েছে। পোর্ট অথরিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাস টার্মিনাল, প্রতি বছর সাড়ে ৬ কোটি মানুষ এই টার্মিনাল ব্যবহার করে। বিবিসি।