যুগে যুগে মহাপুরুষদের আগমণ ঘটে

0
55

শিবকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী’র ২৮৫তম আবির্ভাব দিবস স্মরনে সিটি মেয়র ও কাউন্সিলর ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা এবং ধর্মীয় অনুষ্ঠানে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন যুগে যুগে মহাপুরুষদের আগমণ ঘটে মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য। তিনি বলেন, লোকনাথ ব্রক্ষচারী’র আবির্ভাব ঘটেছিল, নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ মানুষের মাঝে চির জাগরুক রাখার জন্য। মেয়র অন্তর চিত্তভাবনা মুছে দিয়ে শুভ চিন্তা-ভাবনার উপর জীবনাচার পরিচালনার আহবান জানান। তিনি বলেন, যারা ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়মনীতি অনুসরন, অনুকরন করে জীবন ধারন করে তারা ইহজগতে ও পরজগতে সুখী হন। সিটি মেয়র সনাতন ধর্মীয় সম্প্রদায়ের উদ্যেশ্যে বলেন, বাংলাদেশ কোন ধর্মীয় শ্রেনী, গোত্র বা কোন দলের একার সম্পদ নয়। এ দেশের স্বাধীনতার জন্য সকল ধর্ম,বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের রক্ত ও ত্যাগ মিশে আছে। তিনি বলেন, স্বাধীন দেশের নাগরিকদের দেশপ্রেম থাকতে হবে। যাদের দেশপ্রেম নেই, স্ব-জাতির প্রতি আনুগত্য নেই, যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি নেই তারা প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ মানুষ নন। মানুষ মানুষের জন্য’ এ নীতিকে ধারন করে দেশ সেবা ও ধর্মীয় কাজে সকলকে মনোনিবেশ করতে হবে। ১১ সেপ্টেম্বর ২০১৫ খ্রি. শিবকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী’র ২৮৫তম আবির্ভাব দিবস উপলক্ষে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবাশ্রম,উত্তর ফতেয়াবাদ, চট্টগ্রাম কেন্দ্রে’র উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় সভা সিটি মেয়র,কাউন্সিলর ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সিটি মেয়র এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৮৫তম আবির্ভাব উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি সূত্রধর । এতে সম্মানিত আলোচক ছিলেন, সাতবাড়িয়া কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ, সংবর্ধিত কাউন্সিলর সৈয়দা কাশপিয়া নাহরিন দিশা, শ্রী শৈবাল দাশ সুমন, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা সরোজ কান্তি দেব, সমাজ সেবক প্রনব সাহা বাবলু, আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মনোজ কান্তি দে,২৮৫তম আবির্ভাব উদযাপন পরিষদের সাধাারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, আশ্রম পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী, প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, বিবেক কান্তি দাশ, অসীম বড়–য়া, বিপ্লব দাশ, অজিত দাশ, সমাজ সেবক অনুপ বিশ্বাস, আবদুল কদর, সোলাইমান কোম্পানী সহ অন্যান্য ধর্মীয় ও সমাজসেবকগন। সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সহ সংবর্ধিত কাউন্সিলরদের ক্রেষ্ট উপহার এবং ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। দিবসের কর্মসূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতা পাঠ, পুঁজা সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরন, বার্ষিক সাধারন সভা। অনুষ্ঠান শেষে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সংবর্ধিত মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।