যে কেউ পদ-পদবী ব্যবহার করে নেতা সেজে সংগঠনের নিয়ম-নীতি ভঙ্গ করতে পারে না

0
74

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ লোকমান হোসেন বলেছেন, রেলওয়ে শ্রমিকলীগ জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত রেজিস্ট্রাড সংগঠন। এই সংগঠনের একটি লিখিত সংবিধান ও নিয়ম-নীতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠালগ্ন থেকে। রেল শ্রমিকদের নায্য অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে আসছে। কোন ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছানুযায়ী যা কিছু করতে পারেনা। যদি কেই করে তবে তা হবে রসিকতা। যে কেউ ইচ্ছা করলে পদ-পদবী ব্যবহার করে নেতা সেজে সংগঠনের নিয়ম-নীতি ভঙ্গ করতে পারে না। আগামী নভেম্বরে রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন হবে। সেই সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে আর সেই নেতৃত্ব ঠিক করবে তৃণমূলের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় রেল শ্রমিকলীগের প্রতিটি বিভাগ, জেলা, শাখা ও উপ-শাখাগুলোতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত দিয়ে যোগ্য ও সৎ নেতৃত্বের হাতে তুলে দিতে হবে সংগঠনের দায়িত্ব। বর্তমান রেলওয়ের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে রেলকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে রেলওয়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে যার যার অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। দুপুর ১২.৩০ টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ চট্টগ্রাম শাখার অধিনস্থ মার্শালিং ইয়ার্ড উপশাখার সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। শ্রমিকলীগ নেতা আশরাফ আলীর সভাপতিত্বে ও আষিশ কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অরুন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক গোকুল চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক এটিএম আবিদ হোসেন, আলী আকবর, মো: হায়দার হোসেন, মো: জাকির হোসেন। আরো বক্তব্য রাখেন, শাহরিয়ার হোসেন পাপ্পু, সাইমুম হোসেন ভোর, রাজিব হাসান, রিপন খান পাঠান, আলিফ মঈনু নির্ঝর, আতিকুল ইসলাম, সুজন চৌধুরী, তানভীর হোসেন, নবীদুল ইসলাম, সুমন, জাবেদ, মো: জসিম উদ্দিন, মো: গোফরান, দীনেশ, বাপ্পি, তুষার, মার্শালিং ইয়ার্ড উপ-শাখার সভাপতি শেখ হায়দার হোসেন, সাধারণ সম্পাদক এস.এম তিতুমীর, কার্যকরী সভাতি রেজাউল করিম রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: জাবেদ, সাংগঠনিক সম্পাদক প্রণব দাশ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ হায়দার হোসেনকে সভাপতি, এসএম তিতুমীরকে সম্পাদক করে ২০১৯-২০২১ইং পর্যন্ত ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোকূল চক্রবর্তী।