‘রক্তভেজা তিনটি ফুল‘ নাট্যগ্রন্থের প্রকাশনা উৎসব লেখক-পাঠকদের মিলনমেলায় পরিণত

0
58

 

‘নাটক সমাজের কথা বলে, সমাজ পরিবর্তন করে’ এই সেøাগানকে সামনে রেখে গত ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল তিনটায় চট্টগ্রাম মহানগরীর হালিশহরের চন্দ্রিকাস্থ দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-পত্রিকার অফিস মিলনায়তনে তরুণ কবি ও নাট্যকার এইচ এম মহিউদ্দীন চৌধুরী রচিত ‘রক্তভেজা তিনটি ফুল‘ নাট্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। চ্যানেল ‘এস’ এর সিনিয়র রিপোর্টার মিয়া বাবলার সঞ্চালনায় বীজন নাট্য গোষ্ঠীর প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পদাতিক ও গণায়ন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দেওয়ান মাকসুদ। প্রকাশনা উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌমেন ধর, সাংস্কৃতিক সংগঠক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রেবা বড়–য়া, প্রবীন কবি ও নাট্যকার এবিএম ফয়েজ উল্লাহ, কলামিষ্ট ও আন্তর্জাতিক বিষয়ক গবেষক মঈন উদ্দিন, আসর নাট্য সম্প্রদায়ের দল প্রধান শাহ তামরাজুল আলম, কবি ও সাহিত্যিক আরিফ চৌধুরী, মাসিক সোনালী সন্দ্বীপের উপ-সম্পাদক শামছুল আরেফিন শাকিল, সম্প্রতি প্রকাশিত ‘হৃদয়ে রক্তক্ষরণ’ কাব্যগ্রন্থের রচয়িতা সাংবাদিক ও কবি এস এম জাকারিয়া, সদ্য প্রকাশিত ‘ভাষাহীন অনুভূতি’ কাব্যগ্রন্থের লেখক কবি এম কে চৌধুরী রানা, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-পত্রিকার সিনিয়র সাব এডিটর এমদাদুল হক ইপন, সাব এডিটর ইঞ্জিনিয়ার মোঃ মঈন উদ্দিন, সাব এডিটর মোঃ করিম, সাব এডিটর নুর উদ্দিন, সাংবাদিক আরেফিন আরিফ, এপিবি নিউজ টিভির সিনিয়র রিপোর্টার মোঃ ইলিয়াস ইমরুল, সাংবাদিক মোঃ নাছির, দৈনিক সাঙ্গু সাংবাদিক আকবর আলী, সাংবাদিক হোসাইন মাহমুদ। অনুষ্ঠানে কবি ও নাট্যকার এইচ এম চৌধুরীর জীবন ও তার প্রকাশিত গ্রন্থ সম্পর্কে চমৎকার বক্তব্য রাখেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী মেহেদী মাসুদ, অরবিট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী নূর খালেদ উল্লাহ বাবুল। এছাড়া প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন ‘ফেলোশিপ হাটহাজারী’ এর কার্যকরী কমিটির সদস্য ও সমাজ সেবক সৈয়দ মোঃ আব্দুল জাব্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল করিম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান সহকারী মোঃ আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মোঃ লুৎফুর রহমান সোহাগ, নাট্যকর্মী প্রান্ত শর্মা, সাহিত্যকর্মী তাহারিনা আক্তার লিসা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ নুরুল আজম সহ প্রমুখ। উৎসব আয়োজন কমিটির আহবায়ক ছিলেন মাসিক চলমান পাহাড়তলীর সম্পাদক, বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সদস্য মোশারফ ভূইয়া পলাশ এবং সদস্য সচিব সাংবাদিক ও কলামিষ্ট আকাশ ইকবাল।

নবীন ও প্রবীন কবি, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতমনা ব্যক্তিত্ব সহ বইপ্রেমী মানুষের পদচারণায় প্রকাশনা উৎসবটি চমৎকার এক মিলনমেলায় পরিণত হয়।- প্রেস বিজ্ঞপ্তি