রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
415

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্দেগ্যে রাঙামাটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০১৫ উপলক্ষে রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে। রচনা প্রতিযোগিতার ক গ্রুপের পঞ্চম- অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ১০০০ শব্দের মধ্যে অমর একুশে বিষয়ে, ‘খ’ গ্রুপের নবম- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ১২০০ শব্দের মধ্যে একুশের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে ‘গ’ গ্রুপের ¯œাতক- ¯œাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা ১৫০০ শব্দের মধ্যে একুশের বইমেলা ও ‘ঘ’ গ্রুপে সর্বসাধারণ ২০০০ শব্দের মধ্যে কবিতা ও গানে একুশে ফেব্রুয়ারি বিষয়ে মোট ৫২জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় তৃতীয় থকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ক, খ ও গ গ্রুপে মোট ৬৪ জন অংশগ্রহণ করে। রাঙাামাটি জেলা সরকারি গণগ্রন্থাগরে প্রথম বারের মত পাঠকদের উৎসাহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৫ উপলক্ষে প্রকাশিত হলো“হুদ-আঙাড়া” নামে একটি দেওয়াল পত্রিকা। এই দেওয়াল পত্রিকায় অনেক শিক্ষার্থীর কবিতা গল্প, কৌতুক ধাধা স্থান পায়। অনুষ্ঠানে রাঙামাটি সহকারী লাইব্রেরিয়ান ও প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব সুনীলময় চাকমা, ভদেভদেী কার্ব্বারি অমরন্দ্রে চাকমা, ভদেভদেী পৌর উচ্চ বদ্যিালয়ের সহকারী শক্ষিক, সাধন দবে চাকমা, সুভাষ চন্দ্র চাকমা (বনিয়), অবসরপ্রাপ্ত প্রকৌশলী কিরণ বিকাশ চাকমাসহ গন্যমান্য ব্যক্তি ও অভিবাবক উপস্থিত ছিলেন।