রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনার বাতিঘর

0
48

সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণমালার হাট আয়োজিত রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান এক কথা বলেন। তিনি আরও বলেন, এ দুই কবির সৃষ্টি শুধু বাঙালি নয়, বরং বিশ্বব্যাপী কল্যাণকামী মানুষকে চিরকাল প্রাণিত করবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি এড. মোস্তফা কামাল মনসুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, বর্ণমালা হাটের উপদেষ্টা মোঃ হেফাজত ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জীবন চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সঞ্জয় আচার্য্য, এড. আর.কে. আচার্য্য রুপেন ও এ এম শাহেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এড.কে.এস আব্বাসী, মোঃ জামাল উদ্দিন, রিংকু দত্ত, মোঃ তাজ উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, চৌধুরী খালেদ বিন সরওয়ার জনি, এহতেশামুল আলম চৌধুরী পাপ্পু, মোঃ জাহাঙ্গীর আলম ও মামুনুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে নাজিম উদ্দিন শ্যামল বলেন, নজরুলই প্রথম বাংলাদেশ শব্দ উচ্চারণ করেন। তিনি প্রথম ১৯৩৪ সালে বাংলাদেশ ও জয় বাংলা শব্দ কবিতায় ব্যবহার করেছেন। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান পরিবেশন করেন শিল্পী এড. শুভাগত চৌধুরী ও শিল্পী এড. অসিম শর্মা, আরও গান পরিবেশন করেন মনি আচার্য্য, তৃষা আচার্য্য, অস্মিতা আচার্য্য ও কর আইনজীবী মোঃ মামুন প্রমুখ।