রমজানকে সামনে রেখে বাজার পর্যবেক্ষণ, জরিমানা

0
47

চট্টগ্রামআসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যে ভেজাল রোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার পর্যবেক্ষণ জোরদার করেছে বন্দর নগরী চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের তিনটি পৃথক দল বাজার পর্যবেক্ষণ শুরু করে। এর মধ্যে নগরীর কাজীর দেউড়ি, রেয়াজউদ্দিন বাজার, চকবাজার, বহদ্দারহাট, পাহাড়তলী বাজারে আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

এ সময় ওজনে কম এবং বেশি মূল্যে মাংস বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পঁচা-বাসি খাবার পরিবেশনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অযৌক্তিকভাবে পণ্যের মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেয় জেলা প্রশাসন।