রহস্যজনক মৃত্যু অভিনেত্রী মিতা নূরের, লাশ উদ্ধার

0
115

রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে অভিনেত্রী মিতা নূরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ মিতা4রাজধানীর গুলশান-২ এর  বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সোমবার সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এ সময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল বলে জানান তিনি। তবে তিনি আত্মহত্যা করেছেন না কি এটা হত্যাকাণ্ড তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।তার লাশ এখন ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সকাল সাতটায় খবর পেয়ে গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ১৫ নম্বর হোল্ডিংয়ের লেকভিউ নামের বাড়ির ৫ তলা থেকে মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।সোমবার সকাল পৌনে ৭টার দিকে মিতা নূরের পরিবারের সদস্যদের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ তার গুলশান-১ নম্বরের ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় যায়। সেখানে গিয়ে ড্রয়িং রুমের ফ্যানের সঙ্গে মিতা নূরের লাশ ঝুলতে দেখেন তারা।ওসি রফিকুল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রয়িং রুমের দরজাটি খোলাই দেখতে পায়। অর্থাৎ ভেতর থেকে দরজা লাগানো ছিল না।

১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক ‘সাগর সেঁচা সাধ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান মিতা নূর। এরপর তাকে নিয়মিত বিভিন্ন নাটকে দেখা যায়।
মিতা নূর টিভি নাটকের পাশাপাশি মডেলিংও করেছেন। ২০১১ সালে নাট্যনির্মাতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন।