রাউজানেঅতিরিক্ত ভাড়া: জরিমানা আদায়

0
210

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজাহাকে কেন্দ্র করে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, হলদিয়া আমির হাট সড়ক, শহীদ জাফর সড়ক, আদুদিয়া সড়ক, নদীমপুর সড়ক, খানি বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়ক, আইলী খীল ওয়াহেদের খীল সড়ক, হিংগলা ডাবুয়া রাবার বাগান সড়ক, দাক্ষন হিংগলা কলমপতি সড়ক, কাগতিয়া সড়ক, নোয়াপাড়া কচুখাইন সড়ক, লাম্বুর হাট, পাচঁখাইন সড়ক, বড়ঠাকুর পাড়া সড়ক, হলদিয়া ভিলেজ রোড সহ রাউজানের বিভিন্ন এলাকার সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালকেরা পুর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায় করে । এতে এলাকার সাধারন মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পেয়ে গত ১৩ আগষ্ট মঙ্গলবার বিকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট জেনায়েদ কবির সোহাগ রাউজানের মুন্সির ঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৬টি সিএনজি অটোরিক্সা আটক করে। ৬টি সিএনজি অটোরিক্সার চালক থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়দ কবির সোহাগ বলেন সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সাতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।