রাউজানের কদলপুরে সেলাই প্রশিক্ষন কেন্দ্র উদ্ধোধন

0
200

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকার মহিলাদের সেলাই প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন করা হয় । সেলাই প্রশিক্ষন কেন্দ্রে ১৬ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয় । সেলাই মেশিন বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্টানের প্রধান অতিথিরেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন নারীরাই পাওে সমাজকে বদলে দিতে । পুরুষের পাশাপাশি কোনো না কোন অর্থনৈতিক উন্নয়নে মহিলার অবদান রাখতে পারে।গত ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা বিশ^জিৎ ভট্টচার্যের সঞ্চলনায় অনুষ্টিত সেলাই মেশিন বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা হাশেম, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী,নাসিরুল হক, কাজী সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন জয়নাল, সাইফুল হক চৌধুরী লাভলু, সুমন দে, সেলিম উদ্দিন, পংকজ ভট্টচার্য্য, নাছির উদ্দিন, আলী আকবর, মোহাম্মদ রাশেদ, ইলিয়াছ মিয়া, আবু তৈয়ব চৌধুরী, জয়নাল আবেদীন, আবদুল করিম, রনিকা ভট্টচার্য্য, জেনু বড়–য়া, রাশেদা বেগম প্রমুখ ।
রাউজান রাস বিহারী ধামে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।