রাউজানের কোরবানীর পশুর বাজারে ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভীড়

0
86

শফিউল আলম, রাউজান ঃ কোরবানী দেওয়ার জন্য রাউজানের হাটে বাজারে গরু ছাগলের বাজারে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় হাট বাজারগুলো মুখরিত হয়ে উঠেছে । সকাল থেকে কোরবানীর পশুর বাজারগভীর রাত পর্যন্ত সময়ে অবাদে গরু ছাগল ক্রয় বিক্রয় চলছে । ক্রেতারা তাদের পছন্দ্বের গরু ছাগল বাজারে ঘুরে ক্রয় করছে । বিক্রেতরা তাদের গরু ছাগল বিক্রয় করে টাকা নিয়ে নিরাপদে বাড়ীতে ফিরছে । রাউজানের চারাবটতল বাজার, রমজান আলী হাট, নাতোয়ান বাগিচা, ফকির হাট বাজার, গৌরি শংকর হাট, নোয়াপাড়া চৌধুরী হাট, হিংগলা মুছা শাহ বাজার গহিরা কাল চান্দঁ চৌধুরী বাজারে বিপুল পরিমাণ গরু ছাগল এসেছে । এসব গরু ছাগলের মধ্যে পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী গরু বিক্রয়ের জন্য নিয়ে এসেছে প্রচুর । গরু ব্যবসায়ীরা পাবর্ত্য জেলা ছাড়া ও দেশের রাজশাঞী সিরাজগজ্ঞ, সাতক্ষিরা এলাকা খেকে বিপুল পরিমাণ গরু রাউজানের বিভিন্ন এলাকার হাটে বাজারে বিক্রয় করছেন গরু ব্যবসায়ীরা । এসব বাজার ছাড়া ও রাউজানের হলদিয়া আমির হাট, বাইন্যা হাট, হক বাজার. নতুন হাট, কাগুিদয়া হাট, সোমবাইজ্যা হাট, ঈমঅন ভট্টের হাট, লাম্বুর হাট, গশ্চি নয়া হাট, ভ্রাম্বন হাট, কেরানী হাট মড়দাই পিকে সেন হাট, রঘু নন্দন চৌধুরী হাট, জানালী হাট বাজারে কোরবানীর গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে । গতকাল বুধবার রাউজানের চারাবটতল এলাকার বাজারে দশ হাজারের বেশী গরু ছাগল বিক্রয়ের জন্য নিয়ে আসেন গরু ছাগল ব্যবসায়ীরা । এলাকার লোকজনের পালন করা গরু ছাগল । চারাবটতল বাজারে গতকাল বুধবার পাচঁশতের অধিক গরু বিক্রয় হয় বলে বাজার পরিচালনা কমিটির কর্মকর্তা মোঃ ইব্রাহিম জানান । চারাবটতল বাজারে গরু ছাগল বিক্রয়ে কোন হাসিলের টাকা নেয়নি । তবে রাউজান মহিলা মার্দ্রসা ও চারাবটতল বাজারের উন্নয়নের নাম দিয়ে প্রতিটি বিক্রয় হওয়া গরু থেকে একশত টাকা. ছাগল থেকে পঞ্চাশ টাকা করে আদায় করছেন বাজার পরিচালনা কমিটির লোকজন । চারা বটতল বাজারে গরু নিয়ে আসা রাউজানের কদলপুরের মোঃ ইব্রহিম জানান, তিনি একটি ষাড় পালন করেন । ষাড়টি বাজারে দুই লক্ষ লক্ষ বিশ হাজার টাকা দাম দেয় মোঃ ইব্রহিম রাসেল নামে এক ক্রেতা ষাড়টি একলক্ষ বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করার চেষ্টা করলে ও গরুর মালিক ইব্রাহিম তার গরুটি বিক্রয় করেন । রাউজানের বিভিন্ন এলাকার কোরবানীর হাট বাজারে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশের টইল রাখা হয়েছে বলে জানান রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশঁ জানান ।