রাউজানের চাউল ব্যবসায়ী বিকাশ নিখোজেঁর দশদিন হলেও তার হদিসঁ নেই

0
83

newschittagong24.com
শফিউল আলম, রাউজান >> রাউজান পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়া পাড়া ছেমরী সওদাগারের বাড়ীর সচিন্দ্র দাশের পুত্র বিকাশ দাশ(৩৮) কে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে পাচঁটার সময় বাড়ীর অদুরে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পার্শ্বে মাষ্টার দা সুর্য সেন চত্বর থেকে বিকাশ দাশের প্রতিবেশী বসতভিটা বিরোধের জের ধরে জোর পুর্ব অপহরণ করে মাইক্্েরবাসে করে নিয়ে যায় । এঘটনার পর গত ২০ নভেম্বর শুক্রবার ব্যবসায়ী বিকাশ দাশের স্ত্রী শিল্পি দাশ রাউজান থানায় মামলা করতে গেলে মামলা লেখার সময়ে রাউজান থানার সামনে বসা রাইটার অপহরণের অভিযোগ না লিখে নিখোজঁ ডায়েরী লিখে দেয় ।
চাউল ব্যবসায়ী বিকাশ দাশকে অপহরণ করে নিয়ে গেছে দাবী করে বিকাশ দাশের স্ত্রী শিল্পি দাশ বাদী হয়ে গত ২৫ নভেম্বর সোমবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে তার স্বামী ব্যবসায়ী বিকাশ দাশকে জায়গা সম্পত্তি বিরোধের জের ধরে অপহরণ করে নিয়ে যায় বলে বলে দায়েরকরা মামলার অভিযোগে উল্লেখ করা হয় । বিজ্ঞ আদালত শিল্পি দাশের অভিযোগটি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন ও পনর দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণের জন্য রাউজান থানার ওসিকে নির্দেশ প্রদান করেন । ব্যবসায়ী বিকাশ দাশের স্ত্রী শিল্পি দাশ বলেন আমার স্বামী বিকাশের সাথে বসতভিটা বিরোধ চলে আসছে প্রতিবেশী সাধু দাশ, মিলন দাশ, সাগর দাশ, প্রবাসী সুনিল দাশ ও সুনিলের শ্যালক রানা সেনের সাথে । ঘটনার পুর্বে গত ১৭ নভেম্বর সকালে আমার স্বামী বিকাশকে মারধর করার প্রচেষ্টা করে, এসময় পাড়া প্রতিবেশীদের হস্তক্ষেপে আমার স্বামী বিকাশ রক্ষা পায় । ঐ সময়ে আমার স্বামীকে হুমকি দেয় তোকে দুই একদিনের মধ্যে দেখে নেব । এই ঘটনার দুইদিন পর পুর্ব পরিকল্পিত ভাবে ব্যবসায়ী বিকাশ দাশকে অপহরণ করে নিয়ে যায় বলে ব্যবসায়ী বিকাশের স্ত্রী শিল্পি দাশ । বিাখাশকে অপহরণের পর মোবাইল ফোনে শিল্পি দাশকে হুমকি প্রদান করছে বলে জানান শিল্পি দাশ । ব্যবসায়ী বিকাশের বাবা বৃদ্বা সচিন্দ্র দাশ জানান, আমার ছেলে বিকাশের কোন খোজঁ পাইনি নয়দিন ধরে । আমার এক নাতি জয়দাশ প্রাথমিক সমাপনী পরিক্ষ দিচ্ছে । আমার নাতি জয়াদাশের প্রাথমিক সমাপনী পরিক্ষা শুরুর পুর্বের দিনে তার পিতা বিকাশ দাশকে অপহরণ করে নিয়ে যায় । বিকাশ দাশের বৃদ্বা মাতা রেবা দাশ অপহরণ করে নিয়ে যাওয়া তার ছেলে বিকাশ দাশকে উদ্বারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানান । ব্যবসায়ী বিকাশ দাশ অপহরণের ব্যাপারে রাউজান থানার ওসি তদন্ত আলমগীরের কাছে জানতে চাইলে তিন বলেন বিকাশ দাশ অপহরণের ব্যাপারে মামলা হয়েছে কিনা আমার জানা নেই । প্রতিবেশী সুনিলের স্ত্রী চম্পা দাশ বাদী হয়ে বিকাশের বিরোদ্বে বসত ভিটা জালিয়তি করার অভিযোগে আদালতে দায়ের করা মামলা আমি তদন্ত করছি । এই ব্যাপারে চম্পা দাশের কাছে জানতে চাইলে কি হয়েছে জানিনা বলে জানান। বিকাশ দাশের নিখোজ হওয়ার ঘটনা নিয়ে এলাকার লোকজন কেহ মুখ খুলছেনা ।