রাউজানের বাগোয়ানে দুই দিন ব্যাপী সুন্নি সম্মেলন সম্পন্ন

0
62

শফিউল আলম,রাউজান:
রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে দুই দিন ব্যাপী সুন্নি সম্মেলন সুচারুরূপে সম্পন্ন হয়েছে। ধর্মীয় ও সেবামূলক সামাজিক সংগঠন শেখপাড়া খাজা গরীবে নেওয়াজ (র:) স্মৃতি সংসদের উদ্যোগে গত ১৭ ও ১৮ মার্চ আয়োজিত দুই দিন ব্যাপী সুন্নী সম্মেলনে প্রথম দিবসে ছিল হামদ ও জিকিরে মোস্তাফা (দ:), দ্বিতীয় দিবসে ছিল মিলাদ মাহফিল। চরণদ্বীপ রজভীয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে তরিক্বত আল্লামা মুফতি ইদ্রিস রজভী (ম:জি: আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় দিবসের সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা আবুল কালাম বয়ানী। প্রধান বক্তা ছিলেন মাওলানা মিজানুর রহমান। উদ্বোধক ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী।
হাফেজ মুহাম্মদ আজিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা শওকত হোসেন রেজভী, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রাজু, মো. নাছের, মো. মামুন প্রমুখ। এছাড়াও অন্য্যন্যদেব মধ্যে উপস্থিত ছিলেন হাজী দিদারুল আলম, হাজী আব্দুল্লাহ হাকিম, নুরুল ইসলাম, সাইফুর রহমান মোহাম্মদ ইমন, মো. কাউচার, মো. রাশেন, নুরুল আলম, মো. খোকন, মো. সাকিব, বাবর, মো. বাবু, রাকিব, মো. মঞ্জু,মো. ,মো. আরিফ, মো. জামাল,মো. ইকবাল.রাসেল ও মো. নওশদ প্রমুখ। ১ম দিবসে হামদ, নাত, মানকাবত পরিবেশন করেন আন্তর্জাতিক ক্বারী হাফেজ মাওলানা তারেক আবেদীন আল কাদেরী ও তার দল। মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনায় মুনাজাত করা হয়। মাহফিল শেষে প্রতিদিন তাবরুক বিতরণ করা হয়।