রাউজানের হচ্চারঘাট ব্রিজের সয়েল টেষ্ট শুরু

0
62

অবশেষে রাউজান ও ফটিকছড়ির হাজারো মানুষের প্রতিক্ষিত খড়¯্রােত সর্তা খালের হচ্ছার ঘাট ব্রিজের সয়েল টেষ্ট শুরু হয়েছে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় গতকাল রবিবার বিকাল ৪টায় সয়েল টেষ্টের উদ্বোধন করেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামাল উদ্দিন,সাংবাদিক এম বেলাল উদ্দিন,ব্রিজ বাস্তবায়ন কমিটির সভাপতি মওলানা দিদারুল আলম আল ক্বাদেরী,সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল লতিফ মেম্বার,সাবেক ইউপি সদস্য খায়রুল বশর,মুহাম্মদ মুছা,আবুল ফজল সওদাগর,এম সোলায়মান,আলীম উদ্দিন,আবদুল মান্নান,নঈম উদ্দিন সওদাগর,নুর মোহাম্মদ সওদাগর,নুরুচ্ছফা,নুরুল হুদা টনি,ফুলমিয়া সওদাগর,ডা.আবুল বশর,আবুল কাশেম,মেম্বার আবুল কালাম,কামাল উদ্দিন,ইয়াছিন সওদাগর,বাদশা ড্রাইভার। থানা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন জানান, ৪শ ফুট দৈর্ঘ ও ২৪ ফুট প্রস্থের এ ব্রিজটির আনুমানিক ব্যায় ধরা হয়েছে ১৫ কোটি টাকা। আজ থেকে রাত দিনে ৪দিন ৪ জায়গায় দুইশ ফুট করে সয়েল টেষ্ট করা হবে। সয়েল টেষ্টের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ব্রিজটি করতে কয় কোটি টাকা প্রয়োজন হবে। আমরা আপাতথ ১৫ কোটি টাকা অনুমান ধরেছি। তিনি জানান আগামী জুলাই আগস্টে ব্রিজটির টেন্ডার আহব্বান করা হবে। উল্লেখ্য রাউজান ও ফটিকছড়ির হাজার হাজার মানুষের প্রাণের দাবী ছিল খড়¯্রােত সর্তাখালের হচ্ছার ঘাট এলাকায় একটি ব্রিজ নির্মানের। যা বাস্তবে রুপ নিতে যাচ্ছে গতকাল থেকে।