রাউজানের হলদিয়ায় এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হলদিয়া রাবার বাগান এলাকায় জবাই করে হত্যা

0
96

শফিউল আলম, রাউজান প্রতিনিধি,নিউজচিটাগাং২৪.কম।। রাউজানের হলদিয়ায় এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হলদিয়া রাবার বাগান এলাকায় জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা । রাউজান উপজেলার হলদিয়া রাবার বাগানের মধ্যে গতকাল বিকাল সাড়ে পাচঁটার সময় এই ঘটনা সংগঠিত হয় । এলাকার লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার সময় হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হলদিয়া র্দুলভ কাজীর বাড়ীর বাসিন্দ্বা সৈয়দুল হকের পুত্র নাসির (২৮) কে এলাকার সাবেক মেম্বার মহসিন আমিনের পুত্র তৌহিদুল আলম তার বাড়ী থেকে ডেকে নেয় হলদিয়া রাবার বাগানের মধ্যে জমি দেখানোর কথা বলে । হলদিয়া রাবার বাগানের মধ্যে মাছ চাষের লেকে গেলে, তৌহিদুল আলম সহ নাসির মোটর সাইকেল থেকে নেমে পায়ে হেটেঁ জমি দেখতে যাওয়ার পথে অঞ্জাতনামা চার পাচঁ জন সন্ত্রাসী হঠাৎ জঙ্গল থেকে বের হয়ে এলোপাতারী নাসিরকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে । এ সময় তৌহিদুল আলম নাসিরকে ফেলে চলে যায় । ধরালো কিরিচের আঘাতে নাসির মারাত্বক ভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা নাসিরকে ধারালো কিরিচ দিয়ে জবাই করে হত্যা করে । নাসিরকে জবাই করে নাসিরে মৃত্যু নিশ্চিত হয়ে সন্ত্রাসীরা নাসিরের লাশঁ ফেলে পালিয়ে যায় । এলাকার লোকজন ঘটনার সংবাদ রাউজান থানার পুলিশকে অবহিত করলে গতকাল সন্দ্বা সাতটার সময় রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশেরঁ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত নাসিরের লাশঁ উদ্বার করছেন বলে রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশঁ জানান । মাছ চাষ নিয়ে বিরোধ, এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে সহযোগীদের হাতে নাসির নিহত হয় বলে রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশঁ জানান । গত দেড় বৎসর পুর্বে নিহত নাসির ও তার তিন সহযোগী হলদিয়া রাবার বাগান এলাকায় হলদিয়া রাবার বাগানের এক উপজাতীয় মহিলা শ্রমিকের স্বামীকে বাসা থেকে বের করে গাছের সাথে বেধেঁ অন্তসত্বা মহিলা শ্রমিককে ধর্ষন করেন । ধর্ষনের পর ধর্ষিতা বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন । পরবর্তী নাসির ও তার সহযোগীরা মোটা অংকের টাকা দিয়ে ধর্ষনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে । ধর্ষনের ঘটনায় মামলা না নিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেয় পুলিশ । হঠাৎ হলদিয়া রাবার বাগান এলাকায় নাসির হত্যাকান্ডের পর এলাকায় চরম আতংক সৃষ্টি হয়েছে ।