বাড়ি জেলা উপজেলা শহর থেকে দূরে রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন বিতরন

রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন বিতরন

0
86

শফিউল আলম, রাউজান বিশেষ প্রতিনিধিঃ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাগতিয়া গোলজার পাড়ায় আবদুল আজিজ চৌধুরীর বাড়ীতে গত ৩১ মার্চ ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে ২১টি পরিবারের বসতঘর মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিকান্ড সংগঠিত হওয়ার পর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারেরর সদস্যদেরকে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ, স্থানীয় চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ, চাঊল, সহ খাদ্য শাড়ী, লুঙ্গি প্রদান করেন । গতকাল ২ এপ্রিল সরকার কতৃক প্রদত্ত সহায়তার মধ্যে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে দেড় বান্ডিল করে ঢেউটিন, ৪ হাজার ৫শত টাকা, ৩০ কেজি চাউল প্রদান করা হয় । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ টি পরিবারকে সাড়ে ৩১ বান্ডিল ঢেউটিন. ৬শত ৩০ কেজি চাউল, নগদ ৯৪ হাজার ৫শত টাকা প্রদান করেন । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঢেউ টিন, চাউল, টাকা বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঢেউ টিন, চাউল, টাকা বিতরন কালে রাউজান উপজেলা নির্বাহিী অফিসার নিউজ চট্টগ্রামকে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহায়তায় রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ঢেউ টিন, চাউল, টাকা বিতরন করছেন । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের জন্য সরকারের পক্ষ থেকে ঁজমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় গৃহর্নিমান করার প্রচেষ্টা চলছে ।