রাউজানে উৎসাহ উদ্দিপনায় পরীক্ষা অনুষ্ঠিত

0
67

শফিউল আলম, রাউজান

রাউজানে হরতাল অবরোধকে উপেক্ষা করে উৎসাহ উদ্দিপন্নার মধ্যে শিক্ষার্থীরা পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিক্ষায় অংশ গ্রহন করেন । গতকাল এস এস সি পরিক্ষা ও দাখিল পরিক্ষার্থীরা সকাল আটটার মধ্যে উৎসবমুখর পরিবেশে পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হয় । সকাল নয়টা থেকে পরিক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীরা প্রবেশ করে নিজ নিজ আসনে বসে পরিক্ষায় অংশ গ্রহন করেন । গতকাল শুক্রবার প্রথমে পরিক্ষা দিতে আসা পরিক্ষার্থী ও তাদের অভিবাবকেরা চরম উৎকন্ঠার মধ্যে ছিল পরিক্ষা দিতে পারবে কিনা ? আইন শৃংখলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তায় যখন পরিক্ষা শুরু হয় তখন পরিক্ষার্থী ও তাদের অভিবাবকের মধ্যে শংকা দুর হয় । পরিক্ষার্থীরা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পরিক্ষায় অয়শ গ্রহন করেন । পরিক্ষা কেন্দ্র ছাড়া ও রাউজানের প্রধান প্রধান সড়কে আইন শৃংখরা রক্ষা বাহিনীর সদস্যরা টইল প্রদান করেন । গতকাল এস এস সি পরিক্ষা চলাকালে চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক আকুল কাশেম ফজলুল হকের নেতৃত্বে একটি ভিজিল্যাস টিম রাউজান আর আর এস এ সি উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র ও গহিরা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র ও দাখিল পরিক্ষা কেন্দ্র রাউজান দারুল ইসলাম মার্দ্রসা কেন্দ্র পরিদর্শন করেন । এসময় ভিজিল্যাস টিমের সাথে ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম । ভিজিল্যাস টিমের নেতৃত্বদানকারী চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেন হরতাল অবরোধকে উপেক্ষা করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উৎসব মুখর পরিবেশে পরিক্ষার্থীরা পরিক্ষায় অংশ গ্রহন করেছেন কোথাও কোন অপ্রতিকর ঘটনা হয়নি । রাউজানের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্ত্ষে প্রকাশ করেন ভিজিল্যাস টিমের সদস্যরা । গতকাল এস এস সি বাংলা প্রথম পত্র চলাকালে রাউজান আর আর এ সি উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রের বাইরে পরিক্ষার্থীর অভিবাবকেরা উৎকন্ঠার মধ্যে বসে থাকেন । এসময়ে এক পরিক্ষার্থীর অভিবাবক সাইফুল ইসলাম বলেন তার ছোট ভাই এস এস সি পরিক্ষার্থী । ভাইয়ের পরিক্ষা নিয়ে উৎকন্ঠা ও চিন্তায় ছিলাম । পরিক্ষা কেন্দ্রে সকালে ভাইকে নিয়ে এসে ভাই পরিক্ষায় অংশ গ্রহন করায় উৎকন্ঠা কেটে যায় । রাউজানের চারটি এস এস সি পরিক্ষা কেন্দ্রে ৩ হাজার ২শত ৮৭ জন পরিক্ষার্থীর মধ্যে ৩হাজার ২শত ৮২ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন । গহিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১জন, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১জন, দেওয়ান পুর এস কে সেন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, কারিগরী শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্টিত এস এস সি ভোকেশনাল পরিক্ষা কেন্দ্র রাউজান কলেজ কেন্দ্রে ৭৪ জন পরিক্ষার্থীর মধ্যে ১জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন । রাউজান আর্যমৈত্রেয় ইনষ্টিটিউশন এস এস সি ভোকেশনাল পরিক্ষা কেন্দ্রে ৪৪ জন পরিক্ষার্থীর মধ্যে সব পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন । মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্টিত দাখিল পরিক্ষা রাউজান দারুল ইসলাম ফাজিল মার্দ্রসা কেন্দ্র, গহিরা এফ কে জামেউল উলুম কামিল মার্দ্রাসা কেন্দ্র, কাগতিয়া এশাতুল উলুম কামিল মার্দ্রসা কেন্দ্রে অনুষ্টিত হয় । তিনটি দাখিল পরিক্ষা কেন্দ্রে মোট ৭শত ৮২ জন পরিক্ষার্থীর মধ্যে ৭শত ৭৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন । তিনটি কেন্দ্রে ৯জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন ।