রাউজানে এইচ এস সি পরিক্ষার পাশের হার ৪৯.৭ শতাংশ

0
177

রাউজানে এইচ এস সি পরিক্ষার পাশের হার ৪৯ দশমিক ৭ শতাংশ, আলিম পরিক্ষার পাশের হার ৯৩ দশমিক ৫ শতাংশ। alim rawরাউজান উপজেলার ১১ টি কলেজে থেকে দুইহাজার ছয়চল্লিশ জন পরিক্ষার্থী এইস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করেন । তার মধ্যে পাশ করেন একহাজার একশত ছয়ছট্টি জন । শতকরা পাশের হার ৪৯ দশমিক ৭ শতাংশ । প্রতিবারে শত ভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্টান চুয়েট ক্যাম্পাস কলেজ, এই কলেজের পাশের হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ । চুয়েট থেকে জিপিএ -৫ পেয়েছে ৩৯ জন । রাউজানে এইস এস সি পরিক্ষায় ৪৩ জন পরিক্ষার্থী জিপি এ-৫ পেয়েছে । এইস এস সি পরিক্ষায় রাউজানের হাজী বাদশা মাবেয়া কলেজের শতকরা পাশের হার ৬৭ দশমিক ১১ শতাংশ ।আশা লতা কলেজের পাশের হার ৫৫ দশমিক ৮৪ শতাংশ । কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় এর র শতকরা পাশের হার ৫২ দশমিক ৭৮ শতাংশ । হজরত এয়াসিন শাহ কলের্জে শতকরা পাশের হার ৫১ দশমিক ৭৫ শতাংশ । অনান্য কলেজে গুলোতে শতকরা পাশের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে । রাউজানের দশটি মাদরাসার ২শত ৭৭ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন । তাদের মধ্যে ২ শত ৫৯ জন পাশ করেন । ১৫ জন জিপি এ -৫ পেয়েছে । পরিক্ষার ফলাফলে বিপর্যয় হলে ও মাদ্রাসা শিক্ষা র্বোডের অধিনে অনুষ্টিত আলিম পরিক্ষার ফলাফল ভাল হয়েছে । রাউজানের দশটি মাদরাসার আলিম পরিক্ষায় আলিম পরিক্ষায় শতভাগ পাশ করেছে কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রার্সা। উত্তর সর্তা মার্দ্রাসা । গর্জনিয়া রহমানিয়া ফাজিল মার্দ্রাসা । একজন পরিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে । পুর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মার্দ্রারাসা।একজন পরিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে । গহিরা এফকে জামেউল উলুম কামিল মাদরাসার পাশের হার শতকরা পাশের হার ৯৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ -৫ পেয়েছে ছয় জন । পশ্চিম গুজরা মুনিরিয়া মার্দ্রাসার শতকরা পাশের হার ৯২ দশমিক ৩১ শতাংশ । কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার ৯০ শতকরা পাশের হার ৯০ দশমিক ৬৩ শতাংশ । জিপিএ -৫ পেয়েছে ৩ জন । উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসার শতকরা পাশের হার ৯০ দশমিক ৬৩ শতাংশ । রাউজান দারুল ইসলাম ফাজিল মাদরাসার শতকরা পাশের হার ৮৯ দশমিক ৮ শতাংশ । জিপি এ- ৫ পেয়েছে ২ জন । ফতেহ নগর অদুদিয়া মাদ্রাসার শতকরা পাশের হার ৯৩ দশমিক ৫ শতাংশ ।