রাউজানে কারিগরি কলেজ শিল্পনগরী প্রতিষ্টা করা হবে-ফজলে করিম এমপি

0
95

শফিউল আলম রাউজান ঃ রাউজান উপজেলায় একটি কারিগরি কলেজ ও রাউজানের পুর্ব রাউজান এলাকায় ক্ষুদ্র শিল্প প্রতিষ্টান গড়ে তোলা হবে । কারিগরী কলেজ ও শিল্প নগরী প্রতিষ্টার মাধ্যমে এলাকার বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান করা হবে । রাউজানের সাধারণ মানুষের কল্যানে কাজ করার জন্য আমাকে রাউজান বাসী পর পর তিনবার এমপি নির্বাচিত করেছেন । রাউজান বাসীর ভোটে নির্বাচিত এমপি হিসাবে আমি রাউজানের উন্নয়ন কাজ করার মাধ্যমে রাউজান কে আধুনিক সম্বৃদ্বশালী উপজেলা হিসাবে গড়ে তোলতে চাই । রাউজানকে আধুনিক সম্বৃদ্বশালী উপজেলা গড়ে তোলতে হলে এলাকার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে । রাউজানের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অভিবাবক ও শিক্ষক শিক্ষিকাদের নিরলসভাবে কাজ করতে হবে । গতকাল ১ ফেব্র“য়ারী শনিবার সকাল ১১ টার সময় রাউজান সুরেশ বিদ্যায়তনের বার্ষিক পুরস্কার বিতরন ও এস এস সি পরিক্ষার্থীদে বিদায়, নবীনদের বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এ কথা বলেন । রাউজান সুরেশ বিদ্যায়তন পরিচালনা কমিটির সভাপতি রাউজান পৌরসভার কাউুিন্সলর জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে শিক্ষক পিযুষ কান্তি পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ, রাউজান কলেজের অধ্যক্ষ এক এম আবদুর রশিদ, অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য নুরুল আবছার চৌধুরী, রাউজান পৌর সভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী , সাহালম চৌধুরী, আবু মনসুর চৌধুরী, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী, সৈয়দ হোসেন কোম্পানী, আজিজুল হক কোম্পানী,,শোয়েব খান, জসিমউদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য কনকন চৌধুরী, ওবাইদুল হক চৌধুরী, স্কুলের প্রাক্তন ছাত্র জিয়াউদ্দিন মামুন,রাজিব, অনুপ চক্রবর্তী,ইমরান হোসেন ইমু, আশিফ প্রমুখ । অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক অমোক কুমার সরকার ।