রাউজানে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বুদ্ব পুর্ণিমা পালিত

0
57

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ বৌদ্ব সম্প্রদায়ের জাতীয় উৎসব বুদ্ব পুর্ণিমা উপলক্ষে রাউজানে বিভিন্ন এলাকায় শান্তি শোভাযাত্রা বের করা হয় । শান্তি শোভাযাত্রায় শত শত মোটর সাইকেল জীপ, কার মাইক্রোবাস পিক আপ করে বৌদ্ব ধর্মীয় অনুসারী নারী পুরুষ যুবক যুবতী, কিশোর কিশোরীরা শোভাযাত্রায় অংশ গ্রহন করেন । গতকাল ১৮ মে শনিবার বৌদ্ব সম্প্রদায়ের জাতীয় উৎসব বুদ্ব পুর্ণিমা পালন উপলক্ষে রাউজানের হলদিয়া, ডাবুয়ার লাঠিছড়ি, হিংগলা, ৭নং রাউজান ইউনিয়নের জয়নগর বড়–য়া পাড়া, পশ্চিম রাউজান বড়–য়া পাড়া, বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী, ইদিল পুর, বিনাজুরী, রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা, অংকুরী ঘোনা, মঘাশাস্ত্রি বড়–য়া পাড়া, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, পুর্ব গুজরা ইউনিয়নের পশ্চিম আধার মানিক আধার মানিক, হোয়ারা পাড়া, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই, উরকিরচর ইউনিয়নের আবুল খীল, পশ্চিম অবুর খীল, বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন, পাহাড়তলী ইউনিয়নের মহামুনি, খৈয়াখালী কদলপুর ইউনিয়নের দক্ষিন জয়নগর, পশ্চিম কদলপুর রাউজানের বৈৗদ্ব অধুসিত এলাকায় যথায়োগ্য মর্যদায় বুদ্ব পুর্ণিমা পলিন করে বৈৗদ্ব সম্প্রদায়ের লোকজন । গতকাল সকাল থেকে রাউজানের বিভিন্ন এলাকায় বৌদ্ব ধর্মীয় অনুসারীরা শান্তি শোভাযাত্রা বের করে । বুদ্ব পুর্ণিমা উপলক্ষে রাউজানে পুলিশের কড়া নিরাপত্ত ব্যবস্থা জোরদার করা হয় । বৌদ্ব সম্প্রদায়ের জাতীয় উৎসব বুদ্ব পর্ণিমা উপলক্ষে রাউজানে শান্তি শোভাযাত্রা বের করে রাউজানের বিনাজুরী ইউনিয়ন পশ্চিম গুজরা ও ডাবুয়া হিংগলা এলাকার বৌদ্ব ধর্মীয় অনুসারীরা । রাউজানের বিণাজুরী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে গতকাল ১৮ মে শনিবার দুপুর ২টার সময় বিশাল শান্তি শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রায় আশিবার্দক হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত বিনয়পাল মহাথেরো । শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়–য়া। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ । শান্তি শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন বসুমিত্র বড়–য়্,া দেবপ্রিয় বড়–য়া, চন্দন বড়–য়া, শাসন শ্রী মহাথেরো, রাজপাল থেরো । শোভাযাত্রাটি রাউজানের বিনাজুরী থেকে রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে রাউজান পৌরসভার উপর দিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক দিয়ে পশ্চিম গহিরা সর্তার ঘাট এলাকায় যায় । সর্তার ঘাট এলাকা থেকে পুনারায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হয়ে রাউজান উপজেলা সদর হয়ে জলিল নগর বাস ষ্টেশন হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক পাহাড়তলী চৌমুহনী হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক দিয়ে রাউজানের নোয়াপাড়া পথের হাট হয়ে রাউজান নেঅয়াপাড়া সড়ক দিয়ে রাউজানের পশ্চিম গুজরা হয়ে হয়ে বিনাজুরীতে এসে শেষ হয় ।