রাউজানে মসজিদের জন্য দান করা জমির পাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ

0
94

রাউজানে মসজিদের জন্য দান করা জমির পাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগশফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার বিণাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা মাদালিয়ার বাড়ী বায়তুল ফালাহ জামে মসজিদের নামে দান করা জমি থেকে রাতে পাকা আমন ধান কেটেঁ নিয়েছে একই এলাকার সেলিম ও একরামের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন । গত শনিবার ভোর রাতে একরাম ও সেলিম ভাড়াটিয়া লোকজন দিয়ে মসজিদের নামে দান করা ৪৬ শতক জমির পাকা আমন ধান কেটেঁ নিয়ে যায় বলে মসজিদ কমিটির পক্ষ থেকে মাওলানা কবির আহম্মদ রাউজান থানায় অভিযোগ করেন । মসজিদের দান করা জমি নিয়ে এলাকার আবুল কাসেমের সাথে আদালতে মামলা চলছে বলে জানা গেছে । মামলা চলা অবস্থায় আবুল কাসেম সেলিম ও একরামুল হককে টাকা দিয়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে জমির ধান কেটেঁ নিয়ে যায় বলে অভিযোগ করেন মাওলানা কবির আহম্মদ । মসজিদের ধান কাটার অভিযোগ পেয়ে রাউজান থানা পুলিশ কাটাঁ ধান উদ্বার করার পর গতকাল রবিবার দুপুর একটার সময় স্থানীয় মেম্বার বেলালের উপস্থিতিতে ধান কাটার বিষয়ে এলাকার গণ্যমান্য বক্তিদের নিয়ে বৈঠক হয় । সালিসি বৈঠকে আবুল কাসেম, সেলিম, একরাম কেটেঁ নেওয়া ধানের মুল্য বাবদ মসজিদ কমিটিকে দশষ হাজার টাকা প্রাদান করেন । মসজিদের জন্য দান করা জমি মসজিদ কমিটির দখলে থাকবে আদালতে বিচারাধীন মামলার রায় না হওয়া পর্যন্ত । আদালতের রায়ের মাধ্যমে যে পক্ষকে জমির মালিকনা নির্দান করবে তার জমির মালিকানা নেবে বওেল স্থানীয় মেম্বার বেলালউদ্দিন জারিয়েছেন ।