রাউজানে মাষ্টার দা সুর্য সেন ফাসি দিবস পালন

0
84

বিট্রিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী মাষ্টার দা সুর্যসেনের ৮২ তম ফাসী দিবস উপলক্ষে রাউজানে অলোচনা সভা ও সুর্যসেনের ভার্ষকর্যে বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পন
শফিউল আলম, রাউজান ঃ বিট্রিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী মাষ্টার দা সুর্যসেনের ৮২ তম ফাসী দিবস উপলক্ষে রাউজানে অলোচনা সভা ও রাউজানে মাষ্টার দা সুর্য সেন ফাসি দিবস পালনসুর্যসেনের ভার্ষকর্যে বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পন করা হয় ্ গতকাল ১২ জানুযারী মঙ্গরবার সকাল এগারটার সময় রাউজান কলেজের পশ্চিম পার্শ্বে নব নির্মিত মাষ্টার দা সুর্য সেন চত্¦রে মাষ্টার দা সুর্যসেনের ভার্ষকরে পুস্পমাল্য অপন করেন স্থানীয় সংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতারা । পরে রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান বিশ্বুিবদ্যালয় কলেজ, গহিরা ডিগ্রি কলেজ, রাউজান আর আর এ সি মডেল উচ্চ বিদ্যালয়, রাউজান সুরেশ বিদ্যায়তন, দাশ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমিনিষ্ট পাটি রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দ্ব মাষ্টার দা সুর্যসেনের ভার্ষর্যে পুস্পমাল্য অর্পন করেন । বিপ্লবী মাষ্টার দা সুর্য সেনের ৮২ তম ফাসীঁ দিবস উপলক্ষে সুর্য সেন চত্বরে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এক এম আবদুর রশিদের সভাপতিত্বে ও রাউজান পৌরসভার কাউন্সিলর জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাথেন রাউজান উপজেরা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল উদ্দিন আহম্মদ, আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শ্যামল পালিত, জসিম উদ্দিন চৌধুরী, শোয়ইব খান, শিল্পি এম এ হাশেম, প্রদীপ দাশ, অধ্যাপক খালেদ মাহমুদ, অধ্যাপক তসলিম উদ্দিন, পৌর কাউন্সিলর শওকত হোসেন চৌধুরী, শিক্ষক কৃষœপদ পালিত প্রমুখ । পরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাষ্টার দা সুর্যসেনের মাষ্টার দা সুর্য সেনের সংগ্রামী জীবন ও বিট্রিশ সরকারের নির্যাতনের ভিডিও চিত্র প্রদর্মন করা হয়