রাউজানে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালিত

0
61

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল ২৬ মার্চ সোমবার ভোরে রাউজান উপজেলা মুক্তিযুদ্ব স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, রাউজান উপজেলা মহিলা আওয়ামী লীগ, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ, রাউজান গহিরা কলেজ, রাউজান আর, আর এ সি উচ্চ বিদ্যালয়, রাউজান সুলতান পুর উচ্চ বিদ্যালয়, রাউজান ছালামত উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়, রাউজান সুরেশ বিদ্যায়তন, রাউজান পৌরসভা, রাউজান থানা, রাউজান পৌরসভা কাপড় ব্যবসায়ী সমিতি, ডাবূযা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান শিল্পকলা একাডেমি, রাউজান ব্লাড ব্যাংক, সেন্ট্রাল বয়েজ অব রাউজান । মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ সোমবার সকালে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্টিত হয় । সকাল ৮ টা ৮ মিনিটে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল ৮:০০ ঘটিকায় ‘জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন’ কর্মসূচী পালনের অংশ হিসেবে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ও সমগ্র রাউজানে জাতীয় সংগিত পরিবেশন করা হয় । পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ব বিষয়ক ডিসপ্লে প্রর্দশন করেন । স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত হয় । মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। এতে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু প্রমুখ । দুপুরে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী হলে সংবর্ধনা প্রদান করা হয় । বিকালে মুক্তিযোদ্বা বনাম রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাথে প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয় । সর্বশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।