রাউজানে সংর্ঘর্ষে উভয় পক্ষের আহত চার

0
66

শফিউল আলম,রাউজানঃ

রাউজানের পশ্চিম ডাবুয়ায় বসত ভিটা নিয়ে বিরোধের জের ধরে সংর্ঘর্ষে উভয় পক্ষের চারজন আহত । রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া হাড়ী চান চৌধুরীর বাড়ীতে গত রবিবার এই ঘটনা সংঘঠিত হয় । এই ঘটনার ব্যাপারে একে অপরের বিরুদ্বে রাউজান থানায় অভিযোগ করেছেন । রাউজানের পশ্চিম ডাবুয়া হাড়ী চান চৌধুরীর বাড়ীর মৃত ছালেহ আহম্মদের পুত্র বখতেয়ার ও তর মাতা খতবানুর সাথে প্রতিবেশী প্রবাসী নুরুল আলমের স্ত্রী রিজিয়া বেগমের সাথে বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছিলো । গত ২১ নভেম্বর স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, মেম্বার জাহাঙ্গীর আলম সহ এলাকার লোকজন দুই পক্ষেও বিরোধ নিরসনে সালিসি বৈঠক করে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে যে সীমনা নির্ধারন করে দেয় । রিজিয়া বেগম স্থানীয় চেয়ারম্যানের সিদ্বান্ত মেনে নেয়নি । স্থানীয় চেয়ারম্যানের সিদ্বান্ত মোতাবেক গাছ কেটে বখতেয়ার লোকজন দিয়ে সীমনা প্রচিীর নির্মান করতে থাকলে রিজিয়া বেগম আদালতে মামলা করেন । গত রবিবার সকালে আদালতের দায়ের করা মামলার পরিপেক্ষিতে পুলিশ নোটিশ দিয়ে কাজ বন্দ্ব করার নির্দেশ দিলে রিজিয়া বেগম, তার দেবর সাহালমের সাথে খতবানু, তার পুত্র বখতেয়ারের সাথে বাক বিতান্ডা হয় । এ সময়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । সংঘর্ষে রিজিয়া বেগম(৫০), তার দেবর সাহালম (৫০) ও প্রতিপক্ষ বখতেয়ার (৩০) তার মাতা খতবানু (৫২) আহত হয় । আহতরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ীতে চলে যায় । সংঘর্ষে আহত খতবানু জানান, রিজিয়া বেগম ও তার দেবর সাহালম, সাহালমের পৃত্ররা সন্ত্রাসী ভাড়া করে এনে নির্মানাধীন সীমনা প্রাচীর ভেঙ্গে ফেলে দেয় । রিজিয়া বেগমের পক্ষের লোকজন খতবানু ও তার পুত্র বখতেয়ারকে মারধর করে আহত করে। রিজিয়া বেগম জানান বখতেয়ার এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ভাড়া করে এনে রিজিয়া বেগম ও তার দেবরের উপর হামলা করেন । এব্যাপারে আহত রিজিয়া বেগম বাদী হয়ে বখতেযার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্বে ও আহত বখতেয়ার বাদী হয়ে রিজিয়া বেগম ও তার দেবর সাহালম, সাহালমের পুত্রদের আসামী করে একে অপরের বিরুদ্বে রাউজান থানায় মামলা করেছেন বলে রাউজান থানার এস আই মুরাদ জানান ।